Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এই পগবাই আমার চেনা: সুলশার


২৭ ডিসেম্বর ২০১৮ ১৩:৪৯

।। স্পোর্টস ডেস্ক ।।

অনেকটা নতুন করেই নিজের সামর্থ্যের প্রমাণ দিচ্ছেন ম্যানচেস্টার ইউনাইটেড তারকা পল পগবা। হোসে মরিনহোর অধীনে বেশকটি ম্যাচের বেশীরভাগ সময়ই বেঞ্চে বসে কাটাতে হয়েছে তাকে। তবে নতুন কোচ উলা গুনার সুলশারের অধীনে দুটি ম্যাচেই মাঠে নামার সুযোগ পেয়েছেন ফ্রান্সের এই ফরোয়ার্ড। বুধবার (২৬ ডিসেম্বর) হাডার্সফিল্ডের বিপক্ষে দলের জয়ে জোড়া গোল করে সুনামও কুড়িয়েছেন নতুন কোচের কাছে।

বিজ্ঞাপন

মরিনহোর সঙ্গে খুব একটা ভালো সম্পর্ক ছিল না পগবার। যে কারণে বেশকটি ম্যাচেই শুরুতে বেঞ্চে বসে থাকতে হয়েছে তাকে। তবে মরিনহোর দায়িত্ব ছাড়ার পর দুই ম্যাচের দুটিতেই বড় জয় পেয়েছে ইউনাইটেড। দুই ম্যাচে দলের জয়ে দুটি গোল আর দুটি অ্যাসিস্ট ছিল ফরাসি এই ফরোয়ার্ডের।

মরিনহোর যাওয়ার পর অনেকটা নতুনরূপে ফিরেছেন পগবা। তার এমন পারফরম্যান্সে বেশ খুশি হয়েই সুনাম করলেন ভারপ্রাপ্ত কোচ সুলশার, ‘এই পগবাই আমার চেনা। সে যখন ম্যানচেস্টার ইউনাইটেডের যুবদলে ছিল, তখন থেকেই তাকে চিনি। সে সবসময় হাসিখুশি থাকে, মুখে হাসি লেগেই থাকে। আর যখন সে জোড়া গোল পায় তখন তো খুশি হতেই হয়, এ নিয়ে তারও খুশি হওয়া উচিৎ।’

মরিনহো অবশ্য পগবাকে মাঠে খুব একটা সুযোগ দেননি। তার অধীনে থাকা শেষ তিন ম্যাচে মাত্র ১৫ মিনিট খেলার সুযোগ পেয়েছেন বিশ্বকাপ জয়ী এই তারকা। তবে সুলশার বলছেন, এই পগবাই ক্লাবের হয়ে খেলতে মুখিয়ে থাকেন, ‘ক্লাবের হয়ে খেলাটাই পগবার পছন্দ। সে ম্যানচেস্টার ইউনাইটেডেই বেড়ে উঠেছে এবং সে এটাও ভাল করেই জানে ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে খেলার মানে কি।’

সারাবাংলা/এসএন

পল পগবা ম্যানচেস্টার ইউনাইটেড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর