Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৫ বলে ৪ রানে ৬ উইকেট


২৭ ডিসেম্বর ২০১৮ ১১:৩৬

।। স্পোর্টস ডেস্ক ।।

ক্রাইস্টচার্চ টেস্টে প্রথম ইনিংসে নিউজিল্যান্ডকে তাদেরই মাটিতে ১৭৮ রানেই গুটিয়ে দিয়েছিল সফরকারী শ্রীলঙ্কা। নিজেদের প্রথম ইনিংসে ৪ উইকেট হারিয়ে ৮৮ রান করে দিন শেষ করেছিল লঙ্কানরা। তিনটি উইকেটই নিয়েছিলেন কিউই পেসার টিম সাউদি। দ্বিতীয় দিন ফিল্ডিংয়ে নেমে আরেক পেসার ট্রেন্ট বোল্ট দেখালেন সুইং ম্যাজিক। শ্রীলঙ্কা গুটিয়ে যায় মাত্র ১০৪ রান তুলে। বোল্টের বোলিং ফিগার দাঁড়ায় ১৫-৮-৩০-৬।

বিজ্ঞাপন

কিন্তু বোলিং ফিগার বোল্টের ভয়ংকর রূপটি সঠিকভাবে তুলে ধরতে পারছে না। বোল্টের ছোবলে শেষ ৬ উইকেটে লঙ্কানরা তোলে ১৬ রান। তাতে বোল্ট একাই তুলে নেন সবকটি উইকেট, বল করেন ১৫টি, খরচ করেন মাত্র ৪ রান। হিমশীতল ঠান্ডা বাতাসে সুইংয়ের ডালি মেলেছিলেন বোল্ট।

লঙ্কান ব্যাটিংয়ের ইনিংসে ৩৭তম ওভারের চতুর্থ বলে রোশন সিলভাকে তুলে নেওয়ার পরের বলে ৪ রান দিয়েছিলেন বোল্ট। পরের বলে কোনো রান হয়নি। এরপর বোলিংয়ে এসেছেন আর টপাটপ উইকেট তুলে নিয়েছেন। বাকি ১২টি বল থেকেই নিয়েছেন শেষ ৫টি উইকেট। এই ১২ বলে তো কোনো রানই দেননি। অ্যাঞ্জেলো ম্যাথিউজ এক প্রান্তে ৩৩ রানে অপরাজিত থেকে সতীর্থদের যাওয়া-আসা দেখেছেন।

রোশন সিলভা আর নিরোশান ডিকওয়েলা বোল্টের বলে ক্যাচ দিয়েছেন স্লিপে। বোল্টের এই ৬ উইকেটের বাকি চারটিই এলবিডব্লিউ থেকে পাওয়া। বোল্টের সুইংয়ে ফিরেছেন সুরাঙ্গা লাকমল, দিলরুয়ান পেরেরা, দুশমন্ত চামিরা আর লাহিরু কুমারা। চারজনই শূন্য রানে সাজঘরের পথ ধরেন। এই ধ্বংসযজ্ঞ চালানোর পথে বোল্ট একবার হ্যাটট্রিকের সুবাসও পেয়েছেন।

৯৮ রানে ৪ উইকেট হারানো লঙ্কানদের ১০৪ রানে গুটিয়ে যাওয়াটা অভাবনীয়ই। ১৭৮ রানের পুঁজি নিয়েও বোল্টের ছোবলে প্রথম ইনিংসে ৭৪ রানের বড় লিড পায় নিউজিল্যান্ড। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে কিউইরা দ্বিতীয় দিন শেষে দুই উইকেট হারিয়ে তুলেছে ২৩১ রান। তাতে লিড নিয়েছে ৩০৫ রান। ওপেনার টম ল্যাথাম ৭৪ আর রস টেইলর ২৫ রানে অপরাজিত থেকে তৃতীয় দিন লিড বাড়াতে নামবেন। এর আগে আরেক ওপেনার জীত রাভাল ৭৪ এবং দলপতি কেন উইলিয়ামসন ৪৮ রান করে বিদায় নেন।

বিজ্ঞাপন

** ব্যাটে-বলে দুর্দান্ত সাউদি, লাকমলের ৫

সারাবাংলা/এমআরপি

ট্রেন্ট বোল্ট নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর