এনামুলের ১৮০, সানজামুলের ৬
২৬ ডিসেম্বর ২০১৮ ২০:২০ | আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৮ ২০:২২
।। স্পোর্টস ডেস্ক ।।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) শেষ রাউন্ডের ম্যাচে মুখোমুখি নর্থ জোন এবং সাউথ জোন। বুধবার (২৬ ডিসেম্বর) তৃতীয় দিন শেষে ৬২ রানে এগিয়ে আছে সাউথ জোন।
এর আগে ১১৪ রানের লিড নিয়ে তৃতীয় দিনের ব্যাটিংয়ে নামে আবদুর রাজ্জাকের সাউথ জোন। আগের দিনে ৫ উইকেটে ৪০৭ রান নিয়ে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসে ৫৪১ রানে থামে সাউথ জোন। জবাবে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৮৬ রান তুলতেই দিন শেষ করেছে নর্থ জোন।
এর আগে নিজেদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ২৯৩ রান তোলে নর্থ জোন। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ওপেনার এনামুল হকের ১৮০, আল আমিনের ১২৮ ও মেহেদী হাসানের ৮৪ রানে ভর করে ৫৪১ রান তোলে সাউথ জোন।
নর্থ জোনের সর্বোচ্চ ৬টি উইকেট নেন সানজামুল ইসলাম। এছাড়াও এবাদত হোসেন ২টি, সাকলাইন সজীব ১টি এবং আরিফুল হক ১টি উইকেট নেন।
এরপর নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ওপেনার জুনায়েদ সিদ্দিকী ৭৭ ও নাঈম ইসলাম ৬৭ রান করে আউট হলেও অপরাজিত থেকে দিন শেষ করেন জিয়াউর রহমান (১৫) ও ধীমান ঘোষ (৩)।
সাউথ জোনের হয়ে ১টি করে উইকেট নেন শফিউল ইসলাম, মনির হোসেন, মেহেদী হাসান, আবদুর রাজ্জাক আর নাহিদুল ইসলাম।
সারাবাংলা/এসএন