Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সমর্থকদের সঙ্গে জয় উদযাপন করল রিভার প্লেট


২৫ ডিসেম্বর ২০১৮ ১৩:৫৬

।। স্পোর্টস ডেস্ক ।।

প্রথমবারের মত আর্জেন্টিনার বাইরে আয়োজন করা হয়েছে কোপা লিবার্তোদোরেসের ফাইনাল। এবার সান্তিয়াগো বার্নাব্যুতে চিরপ্রতিদ্বন্দ্বী দুই ক্লাব বোকা জুনিয়র্স আর রিভার প্লেটের মধ্যকার ফাইনালে জয় তুলে নেয় রিভার প্লেট। দলের এমন জয়ে এবার সমর্থকরদের নিয়ে জয় উদযাপন করল রিভার প্লেটের খেলোয়াড়রা।

ফাইনালের প্রথম লেগ শেষ হয় ২-২ গোলে ড্র দিয়ে। এরপর দ্বিতীয় লেগের আগে বোকা জুনিয়র্স দলের খেলোয়াড়দের বাসে হামলা করেছে রিভার প্লেটের সমর্থকরা। বাসে ইট-পাথর মেরে বাসের কাঁচ ভেঙে ফেলে তারা। বোকার খেলোয়াড়দের দিকে পিপার স্প্রেও ছুঁড়েছে রিভার প্লেটের সমর্থকরা। যে কারণে ইনজুরিতে পড়ে বোকার খেলোয়াড়রা। এমন উত্তেজনার কারণে ম্যাচের সময় ও ভেন্যু পরিবর্তন করা হয়।

এরপর ৯ ডিসেম্বর রিয়াল মাদ্রিদের মাঠে আসরের ফাইনালে নামে চিরপ্রতিদ্বন্দ্বী দুই ক্লাব। যেখানে ৫-৩ গোলে জয় পায় রিভার প্লেট।

রোববার (২৩ ডিসেম্বর) রাতে রিভার প্লেট সমর্থকরা জয়ের আনন্দ ভাগ করে নেয় সমর্থকদের সঙ্গে। এই উদযাপনে অংশ নেয় প্রায় ৬০ হাজার সমর্থক।

মেয়েকে সঙ্গে নিয়ে গঞ্জালো মার্টিনেজ

সারাবাংলা/এসএন

কোপা লিবার্তোদোরেস বোকা জুনিয়র্স রিভার প্লেট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর