Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেষ চারে ওঠার লক্ষ্য সুলশারের


২৫ ডিসেম্বর ২০১৮ ১৩:১৭

।। স্পোর্টস ডেস্ক ।।

ক’দিন আগেই ম্যানচেস্টার ইউনাইটেডের কোচের দায়িত্ব হারান হোসে মরিনহো। দলের দায়িত্ব পেয়েছেন নরওয়ের সাবেক ফুটবলার উলে গুনার সুলশার। ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে পয়েন্ট তালিকার ছয়ে থাকা ইউনাইটেডকে শেষ চারে তুলে নেওয়ার লক্ষ্য এই কোচের।

লিগ শিরোপা জয়ের আশা আগেই শেষ হয়েছে ইউনাইটেডের। ১৮ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ছয়ে আছে তারা। শেষ চারে থাকা চেলসির চেয়েও ৮ পয়েন্ট পিছিয়ে আছে দলটি। তবে ফর্ম ধরে রাখতে পারলে শীর্ষ চারে থেকেই মৌসুম শেষ করতে পারবে বলে আশা করছেন সুলশার।

এদিকে শীর্ষে থাকা লিভারপুলের কোচ ইয়ুর্গেন ক্লপ বলেছেন, চলতি সিরিজে শিরোপার দৌড়ে কোনো দলই বিপদমুক্ত নয়। সেরা পাঁচে থাকা ম্যানচেস্টার সিটি, টটেনহ্যাম, চেলসি আর আর্সেনাল লিগ জমিয়ে রেখেছেন বলেই মনে করছেন লিভারপুল কোচ।

সুলশার কোচের দায়িত্ব পাওয়ার পর কার্ডিফ সিটির বিপক্ষে ৫-১ গোলের বড় জয় পায় ইউনাইটেড। এই ম্যাচে বড় জয় পাওয়ার পর থেকে দলকে নিয়ে দারুণ ভাবনা শুরু করেছেন ইউনাইটেডের নতুন কোচ। অন্যদের মতো প্রতিযোগিতা করেই শেষ চারে থাকার লক্ষ্য সুলশারের, ‘অবশ্যই আমরা শীর্ষ চারে থেকে মৌসুম শেষ করতে চাই। চ্যাম্পিয়নস লিগ খেলার লক্ষ্য আছে আমাদের। এই ফর্ম ধরে রাখলে সেটা অসম্ভব হবে না। এজন্য সবকটি ম্যাচেই ভালো করতে হবে।’

সারাবাংলা/এসএন

উলে গুনার সুলশার ম্যানচেস্টার ইউনাইটেড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর