Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টি-টোয়েন্টি দলে ফিরলেন ধোনি


২৫ ডিসেম্বর ২০১৮ ১১:০৩

।। স্পোর্টস ডেস্ক ।।

চলতি বছরের জুলাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে সবশেষ টি-টোয়েন্টিতে মাঠে নামার পর দেশের জার্সিতে আর টি-টোয়েন্টিতে মাঠে নামা হয়নি মহেন্দ্র সিং ধোনির। এবার নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজে ওয়ানডে আর টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে ডাক পেয়েছেন ৩৭ বছর বয়সি এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।

এর আগে ওয়েস্ট ইন্ডিজ আর অস্ট্রেলিয়ার বিপক্ষে হয়ে যাওয়া টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে ছিলেন না ধোনি। এবার কিউইদের বিপক্ষে পাঁচটি ওয়ানডে আর তিনটি টি-টোয়েন্টি দিয়ে মাঠে ফিরছেন তিনি।

ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের ঘোষণা করা এই স্কোয়াডে জায়গা মেলেনি মিডল অর্ডার ব্যাটসম্যান মনীশ পান্ডের। জায়গা হয়নি ব্যাটসম্যান শ্রেয়াস আয়ার এবং অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরের।

তবে ইনজুরি কাটিয়ে দলে ফিরছেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। জায়গা মিলেছে কেদার যাদবেরও।

এছাড়াও ওয়ানডে স্কোয়াডে জাসপ্রীত বুমরাহ, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ সামি ও খলিল আহমেদকে রাখা হয়েছে বোলিং অস্ত্র হিসেবে। তবে শুধুমাত্র মোহাম্মদ সামিকেই টি-টোয়েন্টি সিরিজে রাখা হয়নি। আর এই সিরিজে জায়গা পাচ্ছেন না উমেশ যাদব।

নিউজিল্যান্ড সিরিজে ওয়ানডে দল :

বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, লোকেশ রাহুল, শিখর ধাওয়ান, আম্বাতি রাইডু, দিনেশ কার্তিক, কেদার যাদব, মহেন্দ্র সিং ধোনি, হার্দিক পান্ডিয়া, কুলদ্বীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, জাসপ্রীত বুমরাহ, খলিল আহমেদ এবং মোহাম্মদ শামি।

নিউজিল্যান্ড সিরিজে টি-টোয়েন্টি দল :

বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, লোকেশ রাহুল, শিখর ধাওয়ান, রিশাভ পান্ত, দিনেশ কার্তিক, কেদার যাদব, মহেন্দ্র সিং ধোনি, হার্দিক পান্ডিয়া, ক্রুনাল পান্ডে, কুলদ্বীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, ভুবনেশ্বর কুমার, জাসপ্রীত বুমরাহ এবং খলিল আহমেদ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএন

টি-টোয়েন্টি মহেন্দ্র সিং ধোনি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর