Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাবিল ফেকিরকে নিয়ে চেলসি-রিয়ালের ঠান্ডা যুদ্ধ


২৪ ডিসেম্বর ২০১৮ ১৩:৩৭

।। স্পোর্টস ডেস্ক ।।

গত মৌসুমে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ ছেড়ে ইতালির ক্লাব জুভেন্টাসে নাম লেখান পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। এরপর থেকে রিয়ালের অ্যাটাকিং পজিশনে বিশ্বমানের তারকাদের ভেড়াতে উঠেপড়ে লেগেছে টিম ম্যানেজমেন্ট। সবশেষ এই তালিকায় যুক্ত হয়েছেন ফ্রান্সের তারকা অ্যাটাকিং মিডফিল্ডার নাবিল ফেকির। তবে, অলিম্পিক লিঁওর এই তারকাকে দলে টানতে উৎ পেতে বসে আছে ইংলিশ প্রিমিয়ারের দল চেলসি।

বিজ্ঞাপন

নাবিল ফেকির ছাড়াও রিয়াল মাদ্রিদের দৃষ্টি আছে অভিজ্ঞ তারকা জ্লাতান ইব্রাহিমোভিচ এবং রাদামেল ফ্যালকাওয়ের দিকে। মেজর লিগ সকারে দুর্দান্ত সময় পার করছেন ইব্রাহিমোভিচ। আর ফ্রান্সের লিগ ওয়ানে দারুণ পারফর্ম করে চলেছেন মোনাকোর কলম্বিয়ান তারকা ফ্যালকাও।

এদিকে, রোনালদো চলে যাওয়ার পর রিয়ালের স্কোয়াডে আনার তালিকায় ছিলেন পিএসজির ব্রাজিল তারকা নেইমার, ফরাসি তারকা এমবাপে, উরুগুয়ের এডিনসন কাভানি। এছাড়া, ইংলিশ লিগে খেলা চেলসির বেলজিয়াম তারকা এডেন হ্যাজার্ড, লিভারপুলের সেরা তারকা মোহামেদ সালাহদের দরজায় কড়া নেড়েছিল রিয়াল। রোনালদো চলে যাওয়ার পর ফরাসি তারকা করিম বেনজেমা নিজেকে সেভাবে মেলে ধরতে পারছেন না, ওয়েলস তারকা গ্যারেথ বেল একা রিয়ালকে টানতে পারছেন না।

বিশ্বমানের তারকাদের আনতে রিয়াল তাই ইব্রা-ফ্যালকাওদের উপর ছাড়াও দৃষ্টি রেখেছে নাবিল ফেকিরের ওপর। ২৫ বছর বয়সী এই প্লেমেকারের জন্য এরই মধ্যে লিঁওর সঙ্গে আলোচনা করেছে রিয়াল মাদ্রিদের টিম ম্যানেজমেন্ট। ফরাসি ক্লাবটিতে ২০২০ পর্যন্ত চুক্তি আছে ফেকিরের। তবে, ক্লাব প্রেসিডেন্ট জীন মাইকেল অউলাস ফেকিরকে রিয়ালের হাতে তুলে দিতে চাইছেন বলে স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর। ফরাসি তারকা ফেকির এই মৌসুমে ১৬ ম্যাচ খেলে গোল করেছেন ছয়টি, গোলে সহায়তা করেছেন আরও চারটি। রিয়ালের ক্রোয়েট তারকা লুকা মদ্রিচের পাশে বিশ্বমানের একজন খেলোয়াড়কে চাইছে স্প্যানিশ ক্লাবটি। তাই ফেকিরকে বাছাই করতে কোনো সমস্যা হয়নি রিয়ালের।

বিজ্ঞাপন

এদিকে, ইংলিশ ক্লাব চেলসিও চাইছে ফেকিরকে। ইংলিশ সংবাদমাধ্যম জানাচ্ছে, ফরাসি তারকার এজেন্ট পিনি জাহাভির সঙ্গে চেলসির আলোচনা শেষ। এখন শুধু চুক্তির আনুষ্ঠানিকতাই নাকি বাকি।

সারাবাংলা/এমআরপি

চেলসি নাবিল ফেকির রিয়াল মাদ্রিদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর