ওমরাহ পালনে যাচ্ছেন সাকিব-বিসিবি সিইও
২৩ ডিসেম্বর ২০১৮ ১৪:২৫ | আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৮ ১৬:১৪
।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের সিরিজ শেষ হয়েছে শনিবার (২২ ডিসেম্বর) রাতে। সিরিজ শেষে কালবিলম্ব না করে ওইদিন রাত ১টায় বড়দিনের অনন্য উপহার হিসেবে টি-টোয়েন্টি ট্রফি নিয়ে দেশে ফিরে গেছে সফরকারী উইন্ডিজ। ক্যারিবীয়দের বিদায়ের একদিন না যেতেই ওমরাহ পালন করতে সৌদি আারবের উদ্দেশ্যে দেশ ছাড়ছেন টাইগার টেস্ট ও টি-টোয়েন্টি দলপতি সাকিব আল হাসান।
রোববার (২৩ ডিসেম্বর) সৌদি অ্যারাবিয়ান এয়ারইলান্সযোগে পরিবারসমেত বিকেল পৌনে চারটায় হযরত শাহজালাল আন্তর্জজাতিক বিমানবন্দর ছেড়ে যাবেন লাল-সবুজের এই বিশ্বসেরা অলরাউন্ডার।
বাংলাদেশ ক্রিকেটে বোর্ডের বিশ্বস্ত এক সূত্রে বিষয়টি সারাবাংলা জানতে পেরেছে।
বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন ও তার পরিবার
এদিকে একই ফ্লাইটে সাকিবের সঙ্গে ওমরাহ পালনে সঙ্গী হচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন ও তার পরিবার।
সারাবাংলা/এমআরএফ/এমআরপি