Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আফ্রিকা থেকে শীর্ষে সিসের সেনেগাল


২২ ডিসেম্বর ২০১৮ ১৬:১২

।। স্পোর্টস ডেস্ক ।।

২০১৮ বিশ্বকাপের সবথেকে কম বয়সী কোচ ছিলেন সেনেগালের অ্যালিও সিসে। বছর শেষে এই সিসের শিষ্যরাই শীর্ষে। আফ্রিকান ফুটবল দলের র‌্যাংকিংয়ে শীর্ষে থেকেই বছর শেষ করছে সেনেগাল। আর শীর্ষে থেকে বছর শেষ করছে বেলজিয়াম। ফিফার সবশেষ প্রকাশিত র‌্যাংকিংয়ে দুইয়ে আছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স আর তিনে আছে সর্বোচ্চ বিশ্বকাপ শিরোপা জেতা ব্রাজিল। তবে, আফ্রিকার কিং হয়ে নতুন বছর শুরু করবে সেনেগাল।

বিজ্ঞাপন

৪২ বছর বয়সী ৫ ফুট ১১ ইঞ্চি উচ্চতার কোচ সিসেকে দেখে বুঝার উপায় ছিল না, তিনি একটি জাতীয় দলকে নিয়ে বিশ্বকাপে গিয়েছিলেন। নিজেদের প্রথম ম্যাচে ফেভারিট পোল্যান্ডকে হারিয়ে দেয় সিসের ছাত্ররা। সেই ম্যাচে সিসেকে ডাগআউটে দেখা গেছে এমনভাবে যেন, মহল্লার বড় ভাই তার ছোটো ভাইদের খেলার মাঠে নামিয়ে দিয়ে নির্দেশনা দিচ্ছেন। ক্যামেরার চোখে বিশ্বের অগনিত ফুটবল ভক্ত এবার দেখছেন ডাগআউটে থেকে সিসের দুরন্তপনা, স্টাইলিশ দিক-নির্দেশনা।

ফিফার সবশেষ প্রকাশিত র‌্যাংকিংয়ে সেনেগাল আছে ২৩ নম্বরে। তবে, আফ্রিকার দলগুলোর মধ্যে রয়েছে সবার শীর্ষে। ১৫০৫ র‌্যাংকিং পয়েন্ট ধরে রেখেছে সিসের ছাত্ররা। ২৬তম স্থানে থাকা তিউনিশিয়া রয়েছে আফ্রিকান দল হিসেবে দুইয়ে। তাদের পয়েন্ট ১৪৯৩। ১৪৪০ পয়েন্ট নিয়ে আফ্রিকার দল হিসেবে তিনে আছে মরোক্কো (ফিফা র‌্যাংকিং ৪০), ১৪২৭ পয়েন্ট নিয়ে চারে নাইজেরিয়া (ফিফা র‌্যাংকিং ৪৪) আর ১৪২০ র‌্যাংকিং পয়েন্ট নিয়ে পাঁচে আছে কঙ্গো (ফিফা র‌্যাংকিং ৪৯)। আফ্রিকার দলগুলোর এই তালিকায় ছয় থেকে দশে আছে যথাক্রমে ঘানা, ক্যামেরুন, মিশর, বুরকিনা ফাসো এবং মালি।

বিজ্ঞাপন

অ্যালিও সিসের কোচিংয়ে সেনেগাল সবশেষ ম্যাচটি ড্র করেছে। আফ্রিকান ন্যাশন্স লিগের বাছাইপর্বে মাদাগাস্কারের বিপক্ষে সিসের শিষ্যরা ম্যাচটি ২-২ গোলে ড্র করে।

সেনেগাল প্রথম বিশ্বকাপ খেলেছে ২০০২ সালে। নিজেদের ফুটবল ইতিহাসে প্রথম বিশ্বমঞ্চে অংশ নিয়ে উদ্বোধনী ম্যাচেই তখনকার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সকে ১-০ গোলে হারিয়ে দেয় সেনেগাল। শুধু তাই নয়, সেবার কোয়ার্টার ফাইনাল পর্যন্তও পৌঁছে গিয়েছিল আফ্রিকান এই দেশটি। এরপর আর বিশ্বকাপের চূড়ান্ত পর্বে উঠতে পারেনি সেনেগাল। সেই আলোচিত বিশ্বকাপে সেনেগালের হয়ে খেলেছিলেন বিশ্বকে চমকে দেওয়া ফুটবলার আল হাজি দিওফ, মুসা এনদায়ি, পাপা বুওবা দিওপ, দেশটির সর্বোচ্চ ম্যাচ এবং সর্বোচ্চ গোলদাতা হেনরি কামারা, টনি সিলভারা। সেই গোল্ডেন টিমের অধিনায়ক ছিলেন সিসে।

সিসের হাত ধরে আরেকবার ক্রান্তিকাল পার করে রাশিয়া বিশ্বকাপে খেলতে নেমেছিল সেনেগাল। দ্বিতীয়বারের মতো ফিফা বিশ্বকাপের ২১তম আসরে জায়গা করে নিয়েছিল দেশটি। সাদিও মানেদের সেনেগাল বাছাইপর্বে হারেনি একটা ম্যাচেও, দক্ষিণ আফ্রিকা, বুরকিনা ফাসোর গ্রুপ থেকে হেসেখেলে উঠেছিল বিশ্বকাপে। পোল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে শুরু করেছিল বিশ্বকাপ। নিজেদের দ্বিতীয় ম্যাচে জাপানকে ২-২ গোলে রুখে দিয়েছিল আফ্রিকান জায়ান্টরা। তবে, গ্রুপপর্বের শেষ ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে ১-০ গোলে হেরে বিদায় নিয়েছিল বিশ্বমঞ্চ থেকে।

সারাবাংলা/এমআরপি

আফ্রিকার জায়ান্ট সিসে সেনেগাল

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর