Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্লাব মালিক হচ্ছেন জেরার্ড পিকে


২১ ডিসেম্বর ২০১৮ ১৮:৩৭

স্পোর্টস ডেস্ক ।।

দিন তারিখ ঠিক হয়ে গেছে। এবার ক্লাব কিনছেন বার্সেলোনা ডিফেন্ডার জেরার্ড পিকে। আগামী ৩ জানুয়ারি এফসি অ্যান্ডোরার অধিকাংশ শেয়ারের মালিকানা কিনতে যাচ্ছে পিকের কোম্পানি কসমস।

৩ জানুয়ারি (বৃহস্পতিবার) ক্রীড়া আইনের কিছুটা পরিবর্তন আনবে স্প্যানিশ আঞ্চলিক ক্লাব এফসি অ্যান্ডোরা। এর আগে আগামী ২৯ ডিসেম্বর বোর্ড আলোচনায় বসবে ক্লাবটি। ক্রীড়া আইনের পরিবর্তনের অনুমোদনের পরই পিকের ক্লাব কেনার আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে। শোনা যাচ্ছে, গ্যাব্রি গার্সিয়া ও আলবার্ট জরকুয়েরাকে ক্লাবের দায়িত্ব দিবেন পিকে।

ক্লাব কেনার ব্যাপারে বেশি কিছু বলেন নি পিকে। সংবাদমাধ্যমের সামনে স্প্যানিশ এই তারকা বলেন, ‘আমরা দুটি প্রজেক্ট নিয়ে কাজ করছি, এর মধ্যে একটি হচ্ছে ক্লাব কেনা। আমি দুঃখিত বেশি কিছু বলতে পারছি না। আরেকটি প্রজেক্ট হচ্ছে নতুন প্রতিযোগিতা তৈরি করা। সত্যিই আর কিছু বলতে পারছি না। তবে দারুণ কিছুই হবে।’

সারাবাংলা/এসএন

এফসি অ্যান্ডোরা জেরার্ড পিকে স্প্যানিশ ক্লাব

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর