Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেলের প্রশংসায় সোলারি


২০ ডিসেম্বর ২০১৮ ১৩:০৬ | আপডেট: ২০ ডিসেম্বর ২০১৮ ১৩:০৯

স্পোর্টস ডেস্ক ।।

দুর্দান্ত হ্যাটট্রিকে রিয়াল মাদ্রিদকে ক্লাব বিশ্বকাপের ফাইনালে তুলে নিলেন ওয়েলস তারকা গ্যারেথ বেল। বুধবার (১৯ ডিসেম্বর) ক্লাব বিশ্বকাপের সেমিতে তার হ্যাটট্রিকে ভর করেই জাপানি ক্লাব কাশিমা অ্যান্টলার্সকে ৩-১ গোলে হারিয়ে টানা তৃতীয়বারের মতো ক্লাব বিশ্বকাপের ফাইনালে উঠেছে রিয়াল। তাতেই বেলের প্রশংসায় ভাসছেন রিয়াল কোচ সান্তিয়াগো সোলারি।

গত আসরে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ইংলিশ ক্লাব লিভারপুলের বিপক্ষে রিয়ালের জার্সিতে জোড়া গোল করেন বেল। ক্লাব বিশ্বকাপের সেমিতে করলেন হ্যাটট্রিক। বুধবার (১৯ ডিসেম্বর) ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ওয়েলস এই ফরোয়ার্ডের প্রশংসা করে সোলারি বলেন, ‘বেলের তিন গোল, দলের দৃঢ়তা আর সামঞ্জস্যতায় আমি বেশ খুশি। ম্যাচে বেল সবকিছু নিজের করে নিয়েছে, স্পটলাইট, মঞ্চ, গোল। ম্যাচটিও ছিল রোমাঞ্চকর। সে (বেল) কী এবং তার সামর্থ্য কেমন সেটাই দেখিয়েছে। খেলার শেষ পর্যন্ত একজন ফুটবলারেরই সব দায়িত্ব থাকে।’

অবশ্য এই ম্যাচে ইনজুরির কারণে বেলের থাকা নিয়ে সংশয় ছিল। কিন্তু মাঠে নেমেছেন এবং দলকে জিতিয়েছেন। সোলারি বলেন, ‘দারুণ জয় এনে দিয়েছে গ্যারেথ (বেল)। খুব গুরুত্বপূর্ণ সময়েই সে দারুণ কিছু করে, যা ফুটবলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ফুটবলে গোলটাই গুরুত্বপূর্ণ এবং বেল সেটা করেছে।’

আসরের ফাইনালে লস ব্লাঙ্কোসদের সামনে থাকছে আরব আমিরাতের ক্লাবটি। শনিবার (২২ ডিসেম্বর) তাদের বিপক্ষে নামবে স্প্যানিশ জায়ান্টরা। আর এই ফাইনালে জয় তুলে শিরোপা নিয়েই বছরটা ভালভাবে শেষ করতে চান রিয়াল কোচ।

সারাবাংলা/এসএন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

গ্যারেথ বেল সান্তিয়াগো সোলারি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর