টাইগারদের সিরিজ বাঁচানোর লড়াই আজ
২০ ডিসেম্বর ২০১৮ ১১:২১ | আপডেট: ২০ ডিসেম্বর ২০১৮ ১১:২৫
স্পোর্টস ডেস্ক ।।
তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে অনেকটা বিধ্বস্ত হয়েই হারতে হয়েছে টাইগারদের। বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) সিরিজে টিকে থাকার লড়াইয়ে নামবে সাকিব বাহিনী। বাংলাদেশ সময় বিকাল পাঁচটায় মিরপুরে শুরু হবে ম্যাচটি।
সিলেটের মাঠে ব্যাটিং বিপর্যয় ও বোলিং হতাশায় অনেকটা উড়ে গেছে বাংলাদেশ দল। তাই সিরিজ বাঁচিয়ে রাখতে এবার জয় ছাড়া বিকল্প নেই সাকিব-মাহমুদউল্লাহ-মুশফিকদের।
ঘরের মাঠে সফরকারীদের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করার পর ওয়ানডে সিরিজেও জয় তুলে নেয় টাইগাররা। তবে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে হারলেও বাকি দুটি ম্যাচে জয় তুলে সিরিজ জেতার সুযোগ থাকছে সাকিবদের।
সিলেটে ক্যারিবিয়ান পেসার শেলডন কট্রেলের বলে খেই হারিয়ে ফেলেছিল ব্যাটসম্যানরা। আর শাই হোপের ঝড়ো ইনিংসে ভর করে ৮ উইকেটের বড় ব্যবধানে জয় পায় সফরকারীরা।
তবে একটি শঙ্কা তৈরি হয়েছে এর মধ্যে। আগেরদিন (বুধবার) দলের সঙ্গে অনুশীলনে ছিলেন না সাকিব। গায়ে জ্বর থাকার কারণে অনুশীলনে থাকা হয়নি তার।
ম্যাচটি সরাসরি দেখা যাবে গাজী টিভি। আর অনলাইনে সরাসরি সম্প্রচার করবে র্যাবিটহোলবিডি।
সারাবাংলা/এসএন