Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বৃষ্টির পেটে বিসিএলের প্রথম দিন


১৮ ডিসেম্বর ২০১৮ ১৩:৫০

স্পোর্টস ডেস্ক ।।

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) পঞ্চম রাউন্ড শুরু হওয়ার কথা ছিল মঙ্গলবার (১৮ ডিসেম্বর)। তবে রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে নর্থ জোন আর সেন্ট্রাল জোন এবং বগুড়ায় শহীদ চান্দু স্টেডিয়ামে সাউথ জোন আর ইষ্ট জোনের মধ্যকার ম্যাচ দুটি বৃষ্টির কারণে মাঠে গড়ায়নি।

বৃষ্টির কারণে দুটি ম্যাচে টসও হয়নি।

এর আগে চার রাউন্ডে ১টি করে ম্যাচ জয় পায় সেন্ট্রান জোন আর সাউথ জোন। অন্যদিকে, চার রাউন্ডের চারটিতেই ড্র করে ইষ্ট জোন আর নর্থ জোন।

চতুর্থ রাউন্ড শেষে লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে আছে সেন্ট্রাল জোন। চার ম্যাচে ১টি জয়, ২টি হার ও ১টি ড্রয়ে ১৭.৯৩ পয়েন্ট নিয়ে সবার উপরে আছে দলটি। সমান ম্যাচ খেলে সমান জয়, হার ও ড্র’য়ে ১৭.৬৩ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে সাউথ জোন।

চার ম্যাচের ৪টিতেই ড্র করে ১৪.৭৭ পয়েন্ট নিয়ে তালিকার তিনে আছে ইষ্ট জোন। আর সমান ম্যাচে ৪টি ড্রয়ে ১৪.১৮ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে আছে নর্থ জোন।

সারাবাংলা/এসএন

পঞ্চম রাইন্ড বাংলাদেশ ক্রিকেট লিগ বিসিএল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর