Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বার্সার প্রতিপক্ষ লিও, রিয়ালের বিপক্ষে খেলবে আয়াক্স


১৭ ডিসেম্বর ২০১৮ ১৭:২৭ | আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৮ ২৩:৪২

স্পোর্টস ডেস্ক ।।

ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ আসর উয়েফা চ্যাম্পিয়নস লিগের ২০১৮-১৯ মৌসুমের শেষ ষোলোর ড্র নিয়ে আগ্রহের কমতি নেই বাংলাদেশের ফুটবল প্রেমীদের। সোমবার (১৭ ডিসেম্বর) সুইজারল্যান্ডের নিয়নে অনুষ্ঠিত হয় শেষ ষোলোর ড্র।

এবারের ড্র’য়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ প্রতিপক্ষ হিসেবে নকআউট পর্বে পেয়েছে ডাচ ক্লাব আয়াক্সকে, আর গতবারের রানার্স-আপ লিভারপুলের বিপক্ষে খেলবে গতবারের সেমিফাইনালিস্ট বায়ার্ন মিউনিখ।

গত আসরে শেষ আট থেকে বিদায় নেওয়া স্প্যানিশ ক্লাব বার্সেলোনা এবার প্রতিপক্ষ হিসেবে ক্লাব লিওকে পেয়েছে। ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির বিপক্ষে লড়বে জার্মান ক্লাব শালকে।

গত আসরের সেমি থেকে বিদায় নেয়া রোমার বিপক্ষে খেলবে ক্লাব পোর্তো। আর গত আসরের শেষ ষোলোতে থাকা টটেনহ্যাম খেলবে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে।

নেইমার-এমবাপেদের ক্লাব পিএসজির বিপক্ষে নক আউট পর্বে খেলবে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। আর ক্রিস্টিয়ানো রোনালদোর ক্লাব জুভেন্টাস খেলবে স্প্যানিশ ক্লাব অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে।

আগামী ১২ থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে শেষ ষোলোর প্রথম লেগ, আর দ্বিতীয় লেগ অনুষ্ঠিত হবে ৫ থেকে ১৩ মার্চ পর্যন্ত।

শেষ ষোলোতে কার প্রতিপক্ষ কারা:

সারাবাংলার পাঠকদের জন্য শেষ ষোলোর পূর্ণ সূচি:

প্রথম লেগের সূচি:

১২ ফেব্রুয়ারি-
ম্যানচেস্টার ইউনাইটেড বনাম প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)
রোমা বনাম পোর্তো

১৩ ফেব্রুয়ারি-
টটেনহাম বনাম বরুশিয়া ডর্টমুন্ড
আয়াক্স বনাম রিয়াল মাদ্রিদ

১৯ ফেব্রুয়ারি-
লায়ন বনাম বার্সেলোনা
লিভারপুল বনাম বায়ার্ন মিউনিখ

বিজ্ঞাপন

২০ ফেব্রুয়ারি-
শালকে বনাম ম্যানচেস্টার সিটি
অ্যাটলেটিকো মাদ্রিদ বনাম জুভেন্টাস

দ্বিতীয় লেগের সূচি:

৫ মার্চ-
বরুশিয়া ডর্টমুন্ড বনাম টটেনহাম
রিয়াল মাদ্রিদ বনাম আয়াক্স

৬ মার্চ-
প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) বনাম ম্যানচেস্টার ইউনাইটেড
পোর্তো বনাম রোমা

১২ মার্চ-
ম্যানচেস্টার সিটি বনাম শালকে
জুভেন্টাস বনাম অ্যাথলেটিকো মাদ্রিদ

১৩ মার্চ-
বার্সেলোনা বনাম লায়ন
বায়ার্ন মিউনিখ বনাম লিভারপুল

গ্রুপ পর্বে শীর্ষে থাকা দলগুলোর তালিকা:

বার্সেলোনা

রিয়াল মাদ্রিদ

বায়ার্ন মিউনিখ

বরুশিয়া ডর্টমুন্ড

জুভেন্টাস

ম্যানচেস্টার সিটি

প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)

পোর্তো

গ্রুপ পর্বে রানার্স আপ দলগুলোর তালিকা:

আয়াক্স

অ্যাথলেটিকো মাদ্রিদ

লিভারপুল

লায়ন

ম্যানচেস্টার ইউনাইটেড

রোমা

শালকে

টটেনহ্যাম

 

সারাবাংলা/এসএন

উয়েফা চ্যাম্পিয়নস লিগ নকআউট পর্ব শেষ ষোলো

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর