ব্রাডম্যানের পর থাকা কোহলি ছুঁয়েছেন শচীনকে
১৬ ডিসেম্বর ২০১৮ ১৬:১৬ | আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৮ ১৮:৩৮
।। স্পোর্টস ডেস্ক ।।
পার্থ টেস্টের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়েছেন ভারতের দলপতি বিরাট কোহলি। টেস্ট ক্যারিয়ারে এটি তার ২৫তম সেঞ্চুরি। এই সেঞ্চুরির মধ্যদিয়ে লিটল মাস্টার খ্যাত সর্বোচ্চ টেস্ট সেঞ্চুরির মালিক শচীন টেন্ডুলকারের রেকর্ড স্পর্শ করলেন কোহলি।
চলতি সফরে অ্যাডিলেড টেস্ট জিতে লিড নিয়ে রেখেছে ভারত। সেই ম্যাচে কোহলির ব্যাট থেকে এসেছিল ৩ ও ৩৪ রান৷ পার্থ টেস্টের প্রথম ইনিংসে ১২৩ রানের ঝকঝকে ইনিংস খেলে শচীনকে ছুঁয়ে ফেলেন কোহলি। ২৫৭ বলের ইনিংসে ১৩টি বাউন্ডারি এবং একটি ওভার বাউন্ডারি মারেন তিনি৷ লাঞ্চের ঠিক আগে প্যাট কামিন্সের বলে দ্বিতীয় স্লিপে ক্যাচ দিয়ে বিদায় নেন ভারতীয় দলপতি।
অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয়দের মধ্যে সর্বাধিক ৬টি টেস্ট সেঞ্চুরি করেছিলেন শচীন। ক্যারিয়ারের ২৫তম সেঞ্চুরিটি কোহলির জন্য তাই অন্যরকম মাইলফলকের। এই সেঞ্চুরির মধ্যদিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে শচীনের সর্বোচ্চ ছয়টি সেঞ্চুরির রেকর্ড স্পর্শ করলেন কোহলি৷ শচীন ও কোহলির দুজনেরই অস্ট্রেলিয়ার মাটিতে এখন ৬টি করে টেস্ট সেঞ্চুরি।শেষবার ২০১৪ সালে অস্ট্রেলিয়া সফরে তাদেরিই মাটিতে পাঁচটি সেঞ্চুরি করে সুনীল গাভাস্কারকে ছুঁয়েছিলেন কোহলি। অজিদের মাটিতে ৬ সেঞ্চুরি পেতে ২০ টেস্ট খেলতে হয়েছিল শচীনকে। কোহলির লেগেছে মাত্র ১০ টেস্ট।
শচীনের মতো প্রথমবার অস্ট্রেলিয়া সফরে গিয়েই ২০১১ সালে টেস্ট সেঞ্চুরির স্বাদ পেয়েছিলেন কোহলি। সেবার অ্যাডিলেড ওভালে ১১৬ রানের ইনিংস খেলেছিলেন তিনি। ১৯৯১ সালে অস্ট্রেলিয়া সফরে প্রথমবার গিয়ে শচীন সিডনিতে ১৪৮ এবং পার্থে ১১৪ রানের ইনিংস খেলেছিলেন। মাস্টার ব্লাস্টার তার ক্যারিয়ারে মোট পাঁচবার অস্ট্রেলিয়া সফরে গিয়েছিলেন। এনিয়ে তৃতীয়বার অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ খেলছেন কোহলি৷
অস্ট্রেলিয়ার মাটিতে ৬টি করে টেস্ট সেঞ্চুরি আছে অ্যালিস্টার কুক, ডেভিড গাওয়ার এবং ক্লাইভ লয়েডের৷ অস্ট্রেলিয়ার মাটিতে সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরির মালিক স্যার জ্যাক হবস৷ ইংলিশ এই কিংবদন্তি করেছেন সর্বোচ্চ ৯টি টেস্ট সেঞ্চুরি।
এই সেঞ্চুরি হাঁকিয়ে আরও একটা কীর্তিও গড়েছেন কোহলি। ইনিংসের হিসেবে দ্রুততম সময়ে ২৫তম সেঞ্চুরি তুলে নেওয়া ব্যাটসম্যানদের তালিকায় দ্বিতীয় স্থানে আছেন তিনি। টেস্টের ২৫ সেঞ্চুরি পেতে তার লেগেছে ১২৭ ইনিংস। শচীনের লেগেছিল ১৩০ ইনিংস। মাত্র ৬৮ ইনিংসেই এই কীর্তি গড়েছিলেন অজি গ্রেট স্যার ডন ব্র্যাডম্যান।
সারাবাংলা/এমআরপি