Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আফ্রিকায় এবারও বর্ষসেরা সালাহ


১৫ ডিসেম্বর ২০১৮ ১৩:১০ | আপডেট: ১৫ ডিসেম্বর ২০১৮ ১৩:১২

স্পোর্টস ডেস্ক ।।

আফ্রিকান বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার পেলেন মিশর ও লিভারপুলের তারকা মোহাম্মদ সালাহ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র দেয়া এই পুরস্কার টানা দ্বিতীয়বারের মতো জিতে নিয়েছেন তারকা এই ফরোয়ার্ড।

২৬ বছর বয়সী মিশরীয় এই তারকা গত বছরও আফ্রিকান বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছিলেন। এবার লিভারপুলে তার সতীর্থ ও সেনেগাল জাতীয় দলের খেলোয়াড় সাদিও মানে, ডিফেন্ডার কালিদু কুলিবালি, জুভেন্টাস ও মরক্কোর ডিফেন্ডার মেধি বেনাতিয়া আর অ্যাথলেটিকো মাদ্রিদের থমাস পার্তেকে পেছনে ফেলে এই পুরস্কার জিতে নিয়েছেন মিশরীয় এই তারকা।

গত মৌসুমে লিভারপুলের জার্সিতে প্রিমিয়ার লিগে ৫২ ম্যাচ খেলে ৪৪ গোল করেন মিশরীয় এই তারকা। রাশিয়া বিশ্বকাপেও করেছেন দুটি গোল। এবার আফ্রিকার সেরা ফুটবলার পুরস্কার পেয়ে নিজের অনুভূতি জানালেন সালাহ, ‘আবারও এই পুরস্কার জিততে পেরে দারুণ লাগছে। ২০১৮ সালে আমার অনেক দারুণ স্মৃতি আছে।’

২০১৯ সালেও ক্লাবের হয়ে ভালো কিছুই করতে চান সালাহ, ‘দলকে জয় এনে দেওয়ার জন্য আমি প্রতিদিনই নিজের উন্নতির জন্য কাজ করি।’

সারাবাংলা/এসএন

বিবিসি বর্ষসেরা অ্যাওয়ার্ড মোহাম্মেদ সালাহ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর