রোনালদোকে মিস করছে রিয়াল: মার্সেলো
১৫ ডিসেম্বর ২০১৮ ১২:৪০ | আপডেট: ১৫ ডিসেম্বর ২০১৮ ১২:৪৩
স্পোর্টস ডেস্ক ।।
রিয়াল মাদ্রিদের ছেড়ে এই মৌসুমেই জুভেন্টাসে যোগ দিয়েছেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। লস ব্লাঙ্কোসদের জার্সিতে টানা তিনবারের চ্যাম্পিয়নস লিগ জয়ের পর এবার মাঠ কাঁপাচ্ছেন জুভিদের জার্সিতে। তবে পর্তুগিজ এই তারকাকে মিস করছেন তার সাবেক সতীর্থ মার্সেলো।
রিয়াল মাদ্রিদের ফুলব্যাক মার্সেলো জানান, লা লিগা জায়ান্টরা (রিয়াল মাদ্রিদ) মিস করছে রোনালদোকে।
রিয়ালের জার্সিতে নয় মৌসুম কাটিয়েছেন রোনালদো। তবে রোনালদোর চলে যাওয়ায় তার অনুপস্থিতি বেশ ভালভাবেই টের পাচ্ছে রিয়াল। চলতি মৌসুমের শুরুটাও ভালো হয়নি লস ব্লাঙ্কোসদের। এরপর অবশ্য কোচ সান্তিয়াগো সোলারি কিছুটা গুছিয়ে নিয়েছেন দলকে। তবে এখনও লিগ টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে পাঁচ পয়েন্ট কম আছে রিয়ালের।
মার্সেলো অবশ্য সরাসরিই বললেন, বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়কে (রোনালদো) মিস করবে রিয়াল, ‘সে (রোনালদো) এমন একজন খেলোয়াড়, যে সতীর্থ ছিল এবং একইসঙ্গে বন্ধুও, অনেকটা সার্জিও (রামোস) এবং লুকার (মদ্রিচ) মতো। অবশ্যই বিশ্বের সেরা খেলোয়াড় যখন আপনার দলে থাকবে না, তখন আপনি তাকে মিস করবেন। তবে আমি এটা বলবো না যে, আমাদের দলের সবকটি পজিশনে বিশ্বসেরা খেলোয়াড় নেই।’
জুভিদের জার্সিতে চলতি মৌসুমে ২০ ম্যাচ খেলে ১১টি গোল পেয়েছেন রোনালদো। তবে পর্তুগিজ এই তারকাকে ছাড়াও রিয়াল মাদ্রিদের সাফল্যের ধারা অব্যহত থাকবে বলেই আশা করছেন মার্সেলো, ‘যেকোনো দলই চাইবে ক্রিস্টিয়ানোকে (রোনালদো) দলে নিতে, তবে খেলোয়াড়দের আসা-যাওয়ার মধ্যেও রিয়াল তার নিজস্ব গতিতেই চলবে।’
সারাবাংলা/এসএন