উইন্ডিজদের বিপক্ষে শেষ ওয়ানডের হাইলাইটস ভিডিওতে
১৫ ডিসেম্বর ২০১৮ ১১:০৬ | আপডেট: ১৫ ডিসেম্বর ২০১৮ ১১:০৮
।। স্পোর্টস ডেস্ক ।।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে জয় তুলে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। শুক্রবার (১৪ ডিসেম্বর) সিরিজ নির্ধারণী ম্যাচে জয় তুলে বিশ্বকাপের আগে ঘরের মাটিতে ওয়ানডে সিরিজ জিতলো টাইগাররা।
শেষ ম্যাচে বাংলাদেশের হয়ে বল হাতে দলীয় সর্বোচ্চ ৪টি উইকেট নেন মেহেদী হাসান মিরাজ। আর ব্যাট হাতে আলো ছড়িয়েছেন ওপেনার তামিম ইকবাল (৮১) ও সৌম্য সরকার (৮০)। এই দুই ব্যাটসম্যানের ব্যাটে ভর করেই সিরিজের শেষ ওয়ানডেতে উইন্ডিজদের বিপক্ষে ৮ উইকেটের বড় জয় তুলে নিয়েছে টাইগাররা।
এই টেস্টে ম্যাচ সেরার পুরস্কার পান মেহেদী হাসান মিরাজ। আর সিরিজ সেরার পুরস্কার পান উইন্ডিজ ব্যাটসম্যান শাই হোপ।
টেস্ট ম্যাচটি সরাসরি সম্প্রচার করেছে গাজী টিভি। আর অনলাইনে ম্যাচটি সম্প্রচার করেছে র্যাবিটহোলবিডি।
ভিডিওতে দেখুন শেষ ওয়ানডেতে টাইগারদের জয়ের হাইলাইটস:
ভিডিওতে দেখুন তামিমের ৮১ রানের ইনিংসের হাইলাইটস:
ভিডিওতে দেখুন সৌম্য সরকারের ৮০ রানের ইনিংসের হাইলাইটস:
সারাবাংলা/এসএন