Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাইফকে হারিয়ে সেমিতে ঢাকা আবাহনী


১৩ ডিসেম্বর ২০১৮ ১৯:২৭ | আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৮ ২০:১৬

।। স্পোর্টস করেসপন্ডেন্ট।।
ঢাকা: সাইফ স্পোর্টিং ক্লাবকে হারিয়ে স্বাধীনতা কাপের সেমি ফাইনালে পা রেখেছে ঢাকা আবাহনী। বেলফোর্টের একমাত্র গোলে শেষ চারে পা রেখেছে মারিও লেমেসের শিষ্যরা।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) দিনের একমাত্র কোয়ার্টার ফাইনালে ‘সি’ গ্রুপ চ্যাম্পিয়ন ঢাকা আবাহনীর মুখোমুখি হয় ‘এ’ গ্রুপ রানার্স আপ সাইফ স্পোর্টিং ক্লাব।

৮১ মিনিটে বেলফোর্টের একমাত্র গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে আকাশী-হলুদরা। রায়হানের লং পাস পেয়ে বেলফোর্ট বল এগিয়ে দেন সোহেলকে। বা প্রান্ত থেকে ডি বক্সের ভেতরে ভাসতে থাকা বলে হেড দেন সানডে সিজোবা। সানডের আক্রমণ সাইফ গোলরক্ষক জিয়া আটকে দিলে ফিরতি বলে পা ছুঁয়ে বল জালে জড়ান বেলফোর্ট।

গ্রুপ পর্বের শেষ ম্যাচের হতাশ সাইফ যেন ম্যাচের শুরু থেকেই আজকে ছিল অনেক বেশি আক্রমাণত্মক। ফেডারেশন কাপজয়ী ঢাকা আবাহনীকে যেন চমকে দিয়ে আক্রমণ করে যাচ্ছিল ম্যাকেন্সট্রির শিষ্যরা। হাই প্রেসিংয়ের সুযোগও তুলে নিয়েছিল জামাল ভুঁইয়ারা। আবাহনীর গোলরক্ষক সোহেলের ভুলে বল ডি বক্সের সামনে বল পেয়ে যায় সাইফ। ফাঁকা পোস্টে ঠিকমতো বল বারে রাখতে পারলো না। প্রথমার্ধ্ব গোলশূন্য থেকে খেলা গড়িয়ে দ্বিতীয়ার্ধেও যেন গোলের আক্ষেপ।

মনে হচ্ছিল ম্যাচটা হয়তো অতিরিক্ত সময়েই গড়াবে ম্যাচ। দেরি হয়তো সহ্য হচ্ছিল না আবাহনীর। ৮১ মিনিটে প্রতি আক্রমণে গোল আদায় করে নেয় গোছানো ফুটবল উপহার দিয়ে। রায়হান থেকে বেলফোর্ট। বেলফোর্ট থেকে সোহেল। সব আকর্ষণ যখন বেলফোর্ট এদিকে ডি বক্সের ভেতরে ওত পেতে থাকা সানডের কাছে বল উড়িয়ে দিলেন সোহেল। ভাসতে থাকা বল হেডে গতির বলটি প্রথমবার আটকেও দিয়েছিলেন সাইফ গোলরক্ষক জিয়া। কিন্তু ঠিকমতো ক্লিয়ার না হওয়াও সামনে থাকা বেলফোর্ট আলতো ছোঁয়ায় ঠিকানায় পৌঁছে দেন বল।

বিজ্ঞাপন

ওই এক গোলেই ম্যাচের মীমাংসা হয়ে যায়। ১-০ ব্যবধানে জয় নিয়ে স্বাধীনতা কাপের সেমি ফাইনালে পা রাখে ‍ঢাকা আবাহনী। শেষ চারে আকাশি-হলুদদের প্রতিপক্ষ নির্ধারিত হবে শুক্রবার সন্ধ্যায়। বিগ শট্স কিলার রহমতগঞ্জের বিপক্ষে টুর্নামেন্টের চতুর্থ কোয়ার্টার ফাইনাল খেলবে হেভিয়েট বসুন্ধরা কিংস। এই ম্যাচজয়ী হবে আবাহনীর প্রতিপক্ষ।

সারাবাংলা/জেএইচ

ঢাকা আবাহনী সাইফ স্পোর্টিং ক্লাব স্বাধীনতা কাপ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর