Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শ্রীলঙ্কার নতুন ব্যাটিং কোচ জন লুইস


১৩ ডিসেম্বর ২০১৮ ১৮:৪০

স্পোর্টস ডেস্ক ।।

শ্রীলঙ্কার নতুন ব্যাটিং কোচের দায়িত্ব পাচ্ছেন জনাথন লুইস। থিলান সামারাবিরার জায়গায় আসছেন কাউন্টি ক্রিকেট দলের এই কোচ। নিউজিল্যান্ডের বিপক্ষে চলতি মাসে দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলবে লঙ্কানরা। এই সিরিজের পরই সামারাবিরার জায়গায় আসছেন লুইস।

লঙ্কানদের বিপক্ষে ৮১টি টেস্ট ম্যাচ খেলেছেন সাবেক ব্যাটসম্যান ও বর্তমান ব্যাটিং কোচ থিলান সামারাবিরা। গতবছর থেকে আগামী বছরের বিশ্বকাপ পর্যন্ত তার সঙ্গে চুক্তি ছিল লঙ্কানদের। তবে ইংল্যান্ডের বিপক্ষে দেশের মাটিতে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পরই তাকে ব্যাটিং কোচের দায়িত্ব থেকে সরানোর দায়িত্ব নেয় লঙ্কান বোর্ড।

চান্ডিকা হাথুরুসিংয়ের সঙ্গে কাজ করবেন লুইস। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়েই লঙ্কান দলে কোচিং শুরু করবেন তিনি। কাজ করবেন ইংল্যান্ডের বিশ্বকাপের শেষ পর্যন্ত। সম্প্রতি শ্রীলঙ্কা দলের ফিল্ডিং কোচের দায়িত্ব দেয়া হয়েছে স্টিভ রিক্সনকে।

কাউন্টি দল ডারহামের প্রধান কোচের দায়িত্বে ছিলেন লুইস, যেখানে ২০১৩ সালে ডিভিশন ওয়ান কাউন্টি চ্যাম্পিয়নশিপ জেতাতে বড় ভূমিকা ছিল তার। এরপর ২০১৪ সালে ওয়ানডে কাপ জয়েও ভূমিকা রাখেন তিনি। আর ২০১৬ সালের টি-টোয়েন্টি ব্লাস্টে রানার্সআপ হয় ডারহাম।

সারাবাংলা/এসএন

জনাথন লুইস বোলিং কোচ শ্রীলঙ্কা

বিজ্ঞাপন

কিশোর অপরাধ, আমাদের করণীয়
৭ জানুয়ারি ২০২৫ ১৭:০১

আরো

সম্পর্কিত খবর