Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টেস্ট খেলতে আইপিএলকে ম্যাক্সওয়েলের ‘না’


১৩ ডিসেম্বর ২০১৮ ১২:৩৭

স্পোর্টস ডেস্ক ।।

অস্ট্রেলিয়া জাতীয় দলের হয়ে সাদা পোশাকে গ্লেন ম্যাক্সওয়েলের অভিষেক হয়েছিল ২০১৩ সালে। তবে টেস্ট ক্যারিয়ারে সবমিলিয়ে খেলেছেন মাত্র ৭টি টেস্ট। অজি এই অলরাউন্ডার এবার টেস্ট দলে ফিরতে চান। যে কারণে সিদ্ধান্ত নিয়েছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আগামী মৌসুমে খেলবেন না তিনি।

অস্ট্রেলিয়ার জার্সিতে ৭ টেস্টে ব্যাট হাতে ১টি শতকসহ ৩৩৯ রান আছে ৩০ বছর বয়সি ম্যাক্সওয়েলের সংগ্রহে। বল হাতে আছে ৮টি উইকেট। অন্যদিকে অস্ট্রেলিয়ার জার্সিতে ৮৭ ওয়ানডে এবং ৫৭ টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নেমেছেন তিনি। তাই অস্ট্রেলিয়ার টেস্ট দলে ফিরতে আইপিএলের বদলে ইংলিশ কাউন্টিতে ল্যাঙ্কাশায়ারের হয়ে খেলবেন অজি এই অলরাউন্ডার।

বুধবার (১২ ডিসেম্বর) টেস্ট ক্রিকেটে ফিরতে নিজের আগ্রহের কথা বলেন ম্যাক্সওয়েল, ‘সরাসরি বলবো, আমি এখনও টেস্ট ক্রিকেট খেলতে চাই। এজন্য আইপিলের মতো বড় আসরে না খেলার সিদ্ধান্ত নেয়া সহজ ছিল না। এটাকে সহজভাবে নেয়া যাবেনা। কিন্তু আমার মনে হয়, টেস্ট দলে আমাকে ফিরতে হবে।’

সারাবাংলা/এসএন

আইপিএল গ্লেন ম্যাক্সওয়েল টেস্ট

বিজ্ঞাপন

লন্ডনে পৌঁছেছেন খালেদা জিয়া
৮ জানুয়ারি ২০২৫ ১৬:১২

আরো

সম্পর্কিত খবর