এক্স-রে রিপোর্টের পর শঙ্কামুক্ত লিটন
১১ ডিসেম্বর ২০১৮ ১৪:২৪ | আপডেট: ১১ ডিসেম্বর ২০১৮ ১৪:২৭
।। স্টাফ করেসপন্ডেন্ট ।।
ম্যাচের দ্বিতীয় ওভারের শুরুতে ফ্রি হিট থেকে একটা চার মেরেছিলেন। তবে ওশান থমাসের তৃতীয় বলেই হলো বিপদ। ইয়র্কার বলে ফ্লিক করতে গেলেন লিটন দাস, কিন্তু ব্যাট লাগল না বলে। বলটা গিয়ে লাগল ডান পায়ের গোড়ালিতে, কোনোমতে ক্রিজ পার করলেন লিটন।
এর পরেই মাটিতে পড়ে গেলে ব্যথায়, পরে আর উঠতেই পারলেন না। স্ট্রেচারে করেই তাকে নিয়ে যেতে হলো মাঠের বাইরে। পরে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট সূত্র জানিয়েছে, এক্স-রের জন্য মিরপুরের ডিজিল্যাবে নিয়ে যাওয়া হয়েছে লিটনকে।
পরে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট স্বস্তির খবর জানিয়েছে। হাড়ে কোনো চির ধরা পড়েনি লিটনের, বড় কোনো বিপদের আশঙ্কা নেই। ব্যথা কমে গেলে এই ইনিংসে আবার ব্যাট করার কথা তার।
সারাবাংলা/এএম/এসএন