Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুভেন্টাস সতীর্থদেরই সেরা বললেন রোনালদো


১০ ডিসেম্বর ২০১৮ ২৩:৪৩

স্পোর্টস ডেস্ক ।।

পর্তুগিজ ক্লাব দিয়েই ক্লাব ক্যারিয়ার শুরু তারকা ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদোর। এরপর খেলেছেন ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড আর স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে, বর্তমানে আছেন ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে। পর্তুগাল জাতীয় দলের সেরা এই তারকা বলছেন, সবচেয়ে সেরা সতীর্থ আছেন ক্লাব জুভেন্টাসেই।

নয় মৌসুম রিয়াল মাদ্রিদে কাটানোর পর দলবদলের মৌসুমে জুভেন্টাসে যোগ দেন রোনালদো। দারুণ মৌসুম কাটাচ্ছেন সেখানে। ইতালির খেলাধুলা বিষয়ক একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তাই জুভি সতীর্থদের গুণগান করলেন রোনালদো, ‘যদিও সেরা সতীর্থ কারা সেটা নির্দিষ্ট করে বলা সম্ভব নয়, তবে আমি বলবো এখন পর্যন্ত জুভেন্টাস সতীর্থরাই আমার কাছে সেরা।’

রিয়াল মাদ্রিদে এতোগুলো মৌসুম কাটিয়ে এসেছেন, টানা তিনবার জিতেছেন চ্যাম্পিয়নস লিগ। কিন্তু সেরা সতীর্থদের প্রশ্নের উত্তরে জুভিদের কথা বললেন, কেন এমন উত্তর? সেটাই অবশ্য ব্যাখ্যা করলেন পর্তুগিজ তারকা, ‘এই দলটা অন্য সবার চাইতে আলাদা। সবাই অনেকটা একই মানের। সবাই অত্যন্ত নম্র এবং জয়ের জন্য মুখিয়ে থাকে। দিবালা কিংবা মানজুকিচ যদি গোল নাও পায়, তাতেও তাদের মুখে হাসি থাকে। আপনিও তাদের মুখে হাসি দেখবেন। আমার জন্য এটা অত্যন্ত খুশির। মাদ্রিদের (রিয়াল) খেলোয়াড়রা নম্র, কিন্তু এখানে (জুভেন্টাস) আমি ব্যাপারটাকে বেশি অনুভব করি। মাদ্রিদের চেয়ে এখানে অনেকটাই আলাদা, এটা একটা পরিবারের মতো।’

রিয়াল মাদ্রিদের মুখোমুখি হলে কি করবেন? এমন প্রশ্নের উত্তরটাও সহজভাবেই দিলেন সিআর সেভেন খ্যাত রোনালদো, ‘আমার জন্য মাদ্রিদের (রিয়াল) বিপক্ষে খেলাটাও অন্য ম্যাচের মতোই হবে। অতীত অতীতের জায়গাতেই থাকবে, আমি এখন জুভিদের সঙ্গে জিততে চাই। এই দলটাকেই জেতাতে হবে, এটা ছাড়া কিছুই ভাবিনা। যদি মাদ্রিদের বিপক্ষে খেলি, তাহলে আমি আমার সেরা সেরাটাই দেওয়ার চেষ্টা করবো।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএন

ক্রিস্টিয়ানো রোনালদো জুভেন্টাস

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর