Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওজন কমালেন লুকাকু


১০ ডিসেম্বর ২০১৮ ২০:৪৫ | আপডেট: ১০ ডিসেম্বর ২০১৮ ২০:৪৬

স্পোর্টস ডেস্ক ।।

ওজন কমিয়েছেন বেলজিয়াম তারকা ফরোয়ার্ড রোমেলু লুকাকু। ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে নিজের ফর্ম ধরে রাখতেই জিমের বাইরে গিয়ে ওজন কমিয়েছেন বেলজিয়ান এই তারকা।

রাশিয়া বিশ্বকাপে দুর্দান্ত সময় কাটিয়েছেন লুকাকু। বিশ্বকাপে চার গোল করার পাশাপাশি দলকে আসরের সেমিফাইনালে নিতেও সহায়তা করেছেন তিনি। তবে বিশ্বকাপের পর প্রিমিয়ার লিগে গোলখরায় ভুগছিলেন এই ফরোয়ার্ড। যে কারণে ফর্মে ফিরতেই এমন পরিকল্পনা করেন লুকাকু।

প্রিমিয়ার লিগের গত আসরে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে সর্বোচ্চ ২৭ গোল করেন ২৫ বছর বয়সি এই ফরোয়ার্ড। তবে এবারের মৌসুমের শুরু থেকে আগের মৌসুমের মতো গোলের দেখা পাচ্ছিলেন না। ইউনাইটেডের জার্সিতে গোল পাননি ১২ ম্যাচে। তবে ওজন কমানোর পর থেকে সুফল পাচ্ছেন তিনি।

শনিবার (৮ ডিসেম্বর) ফুলহ্যামের বিপক্ষে গোল করেন ৪-১ গোলে ম্যাচ দলের জয়ের ম্যাচেও গোল পান। লুকাকু বলেন, ‘সমস্যা বের করতে আমি বেশক’টি টেস্ট করিয়েছি। রাশিয়া বিশ্বকাপের পর আমার ওজন বেড়ে গিয়েছিল। সেখান থেকেই আসলে সমস্যা দেখা দেয়। এরপর বুঝতে পারি, ওজন কমাতে হবে। মাসল যেন বেড়ে না যায়, সে কারণে জিমের বাইরে থেকে ওজন কমানোর চেষ্টা করেছি।’

বিশ্বকাপের পর ওজন বাড়ার কারণে কিছুটা অস্বস্তি থাকলেও শেষ তিন ম্যাচের দুটিতেই গোল পেয়েছেন লুকাকু। আর তাতেই স্বস্তিতে ফিরেছেন বলেই জানিয়েছেন এই স্ট্রাইকার, ‘বিশ্বকাপটা দারুণ কাটিয়েছি। কিন্তু এরপর আমি অনেকটা ক্লান্তি অনুভব করি। তখন তীব্রতা ও আক্রমণাত্মক খেলতে পারছিলাম না। এখন মনে হচ্ছে আমি আবার আগের জায়গায় ফিরছি।’
প্রিমিয়ার লিগ টেবিলের ছয় নম্বরে আছে ম্যানচেস্টার ইউনাইটেড।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএন

ম্যানচেস্টার ইউনাউটেড রোমেলু লুকাকু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর