‘জয়ের চেয়ে বড় উন্নতি আর কিছু নেই’
১০ ডিসেম্বর ২০১৮ ১৮:৪৯ | আপডেট: ১০ ডিসেম্বর ২০১৮ ১৮:৫০
।। স্পেশাল করেসপন্ডেন্ট।।
প্রথম ওয়ানডে জয়ের পর বাংলাদেশ দল আজ (১০ ডিসেম্বর) অনেকটাই ফুরফুরে। দ্বিতীয় ওয়ানডের আগে ঐচ্ছিক অনুশীলন ছিল আজ (সোমবার)। একাদশের বাইরে থাকা মিঠুন, সাইফউদ্দিন, নাজমুল অপু, আবু হায়দার রনি, আরিফুলরা এসেছিলেন অনুশীলনে। ছিলেন একাদশে থাকা সৌম্য সরকার ও ইমরুল কায়েসও। মাশরাফি বিন মুর্তজাও এসেছিলেন, তবে অনুশীলন করেননি। দলের পক্ষ থেকে সোমবার সংবাদ সম্মেলনে এসেছিলেন স্পিন বোলিং কোচ সুনীল যোশি। সেখানেই বললেন, প্রথম ম্যাচের জয়টা যত সহজ মনে হয়েছে অতটা সহজ ছিল না। পরের ম্যাচেও জয় ছাড়া অন্য কিছুর কথা ভাবছে না দল।
সহজ জয়ের পর আজ (১০ ডিসেম্বর) দলের সবাই কতটা চাঙ্গা, জানতে চাওয়া হয়েছিল যোশির কাছে। সঙ্গে সঙ্গে তিনি শুধরে দিয়ে বললেন, ‘আমার মনে হয় খুবই কঠিন একটা জয় ছিল। বোলাররা ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানদের খুব ভালোভাবে শেকলে পরিয়ে রেখেছিল, ১৯০ রানের আশেপাশে আটকে রাখতে পেরেছে। আপনি যদি বোলিং দেখেন, স্পিনার আর ফাস্ট বোলার সবাই দারুণ করেছে। বেশির ভাগ বোলারই ৩০ রানের বেশি দেয়নি। সব মিলে বলতে হয় দারুণ বোলিং হয়েছে কাল (৯ ডিসেম্বর)। আর ১৫ ওভারের মতো বাকি রেখে ৫ উইকেট হাতে রেখে জিতেছি, এটাও বড় ব্যাপার।’
এমন একটা জয়ের পর আর কোন দিকে উন্নতির সুযোগ আছে? মাশরাফি যেমন কাল (রোববার) সংবাদ সম্মেলনে ক্যাচ নিয়ে একটু আক্ষেপের কথা বলেছিলেন। যোশি অবশ্য আলাদা করে কিছু বলেননি। জয়ের কথাটাই বললেন জোর দিয়ে, ‘আমার মনে হয় আমাদের জিততে হবে। এটাই সবচেয়ে বড় ব্যাপার। পরের ম্যাচে জিতলে সবকিছু ঠিক হয়ে যাবে। অবশ্যই ব্যাটিং, বোলিং বা ফিল্ডিংয়ে উন্নতির সুযোগ আছে। আমাদের তিনটি দিকেই উন্নতি করতে হবে।’
ওয়ানডেতে বাংলাদেশ অনেক দিন ধরেই ধারাবাহিক, বিশেষ করে দেশের মাটিতে গত তিন বছরে দ্বিপাক্ষিক সিরিজে পাকিস্তান, ভারত, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তানকে হারিয়েছে। শুধু ইংল্যান্ডের কাছে আর এ বছর ত্রিদেশীয় টুর্নামেন্টের ফাইনালে হারটা কালো দাগ হয়ে আছে।
যোশি বলছেন, দল হিসেবে বাংলাদেশ এখনো উন্নতি করছে, ‘এই দলটা কিন্তু আরও পরিণত হচ্ছে। গত দুই বছরে লাল বল বা সাদা বলে আমরা অনেক কিছু জিতেছি। আমরা ওয়েস্ট ইন্ডিজে গিয়ে সাদা বলে জিতেছি। ভারতের সঙ্গে আমরা শেষ বলে হেরেছি। তিনটি টুর্নামেন্টে আমরা শেষ বলে হেরেছি। সব মিলে বলতে হবে দলে একটা উন্নতির ছাপ আছে। এই ধারাবাহিকতা আমাদের ধরে রাখতে হবে। মুশফিক, তামিম, মাহমুদউল্লাহ, সাকিবের কাছ থেকে আমরা সেই ধারাবাহিকতা পাচ্ছি। তারুণ্য ও অভিজ্ঞতার এই মিশ্রণই দলকে আরও বেশি সাফল্যের দিকে নিয়ে যাবে।’
সারাবাংলা/এএম/এসএন