কিংবদন্তি কপিলকে টপকে গেলেন মাশরাফি
৯ ডিসেম্বর ২০১৮ ১৬:১৫ | আপডেট: ৯ ডিসেম্বর ২০১৮ ১৬:২৭
স্পোর্টস ডেস্ক ।।
ক্যারিয়ারের ২০০তম ম্যাচ। বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার ক্যারিয়ারে দারুণ এক মাইলফলক। আর এই ম্যাচেই গড়ে ফেললেন আরেক কীর্তি।
রোববার (৯ ডিসেম্বর) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাঠে নামার আগে মাশরাফির সংগ্রহে ছিল ২৫২ উইকেট। ওয়ানডেতে ২৫৩ উইকেট ছিল ভারতীয় কিংবদন্তি অলরাউন্ডার কপিল দেবের সংগ্রহে। এই কিংবদন্তিকে ছাড়িয়ে যেতে মাশরাফির দরকার ছিল মাত্র দুটি উইকেট। মিরপুরে সেটিই করে দেখালেন ম্যাশ।
উইন্ডিজদের বিপক্ষে ১০ ওভারে ৩০ রান খরচায় ৩টি উইকেট তুলে নিলেন মাশরাফি। তাতেই ছাড়িয়ে গেছেন কপিল দেবকে। ওয়ানডেতে সবমিলিয়ে ২৫৩ উইকেট নিতে ২২৫ ম্যাচ খেলতে হয়েছিল কপিল দেবকে। এদিক থেকেও এগিয়ে আছেন মাশরাফি। ২০০তম ম্যাচে মাঠে নেমেই কপিল দেবকে টপকে গেছেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক।
এর আগে পাকিস্তানের গতিদানব খ্যাত শোয়েব আখতারকে টপকে গিয়েছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। আফগানিস্তানের বিপক্ষে এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে বল হাতে ২টি উইকেট তুলে প্রথম বাংলাদেশি বোলার হিসেবে ২৫০ উইকেটের মাইলফলক ছুঁয়ে ফেলেন অভিজ্ঞ এই পেসার। ওয়ানডেতে ২৫০ উইকেটের মাইলফলক ছুঁতে মাশরাফি খেলেন ১৯৪টি ম্যাচ।
ওয়ানডেতে ক্যারিয়ারের সেরা ইনিংস ছিল ২৬ রানে ৬ উইকেট। পুরো ক্যারিয়ারে ৫ উইকেট পেয়েছেন একবার এবং ৪ উইকেট পেয়েছেন সাতবার।
এবার তার সামনে সুযোগ থাকছে দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার মাখায়া এনটিনি (২৬৬), ভারতীয় সাবেক স্পিনার হরভজন সিং (২৬৯), পাকিস্তানের সাবেক পেসার আবদুর রাজ্জাক (২৬৯), ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন (২৬৯), দক্ষিণ আফ্রিকান অ্যালান ডোনাল্ড (২৭২) ও জ্যাক ক্যালিসকে (২৭৩) ছাড়িয়ে যাওয়ার।
মাশরাফির পর এই মাইলফলকের খুব কাছেই আছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আড়াইশ’র ক্লাবে যেতে আর ৫টি উইকেট দরকার দেশসেরা এই অলরাউন্ডারের। সবমিলিয়ে ১৯৩ ম্যাচ খেলে ২৪৫টি উইকেট তুলে নিয়েছেন সাকিব।
সারাবাংলা/এসএন