Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে নিষ্প্রাণ ড্র, ম্যাচসেরা জুনায়েদ


৮ ডিসেম্বর ২০১৮ ১৭:৩৮ | আপডেট: ৮ ডিসেম্বর ২০১৮ ১৭:৩৯

স্পোর্টস ডেস্ক ।।

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) তৃতীয় রাউন্ডের ম্যাচে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল সাউথ জোন এবং নর্থ জোন। তবে শনিবার (৮ ডিসেম্বর) ম্যাচটি শেষ হয়েছে নিষ্প্রাণ ড্র দিয়েই।

নিজেদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ৩২৯ রান তোলে সাউথ জোন। জবাবে নিজেদের দ্বিতীয় ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ৩৯৪ রান তোলে নর্থ জোন। এরপর শেষ দিনে (শনিবার) নিজেদের দ্বিতীয় ইনিংসে ২৪৮ রান তোলে দিন শেষ করে সাউথ জোন। তাতেই ম্যাচের ফলাফল শেষ হয় ড্র দিয়েই।

এর আগে তৃতীয় দিনের ৭ উইকেটে ৩৮২ রান নিয়ে শনিবার (৮ ডিসেম্বর) ব্যাট করতে নামে নর্থ জোন। তবে দলের রান ১২ যোগ করতেই বাকি তিন ব্যাটসম্যান আউট হয়ে ফেরেন। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দলীয় ৪ রানেই শূন্য হাতে ফেরেন ওপেনার শাহরিয়ার নাফিস। তবে আরেক ওপেনার এনামুল হক ৬৬ রান করেন। এরপর ফজলে মাহমুদ ২২ ও রাকুবুল হাসান ১৬ রান করে আউট হলেও মেহেদী হাসান ৬০ ও আল আমিন ৭৫ রানের অপরাজিত ইনিংস খেলেন।

নর্থ জোনের হয়ে ২টি করে উইকেট নেন এবাদত হোসেন ও রিশাদ হোসেন। আর ১টি উইকেট নেন সোহাগ গাজী।

এর আগে প্রথম ইনিংসে সাউথ জোনের হয়ে সর্বোচ্চ ৭৯ রানের ইনিংস খেলেন রাকিবুল হাসান। এছাড়াও মেহেদী হাসান ৬৩*, তুষার ইমরান ৬২, ফজলে মাহমুদ ৪৫ রান করেন।

নর্থ জোনের হয়ে সর্বোচ্চ ৫টি উইকেট নেন সানজামুল ইসলাম। এবাদত হোসেন পান দুটি উইকেট। আর ১টি করে উইকেট নেন শুভাশিস রায়, সোহাগ গাজী ও নাঈম ইসলাম।

এরপর নিজেদের প্রথম ইনিংসে জুনায়েদ সিদ্দিকী সর্বোচ্চ ১১২ রানের ইনিংস খেলেন। এছাড়াও জিয়াউর রহমান ৯০, নাঈম ইসলাম ৮৩, ও ধীমান ঘোষ ৫১ রান করেন। তাতে ভর করে ৩৯৪ রান তোলে নর্থ জোন।

বিজ্ঞাপন

সাউথ জোনের হয়ে সর্বোচ্চ ৬ উইকেট নেন আবদুর রাজ্জাক। এছাড়াও ১টি করে উইকেট নেন কামরুল ইসলাম রাব্বি, দেলোয়ার হোসেন, মেহেদী হাসান ও নাহিদুল মাহমুদ।

ম্যাচসেরা নির্বাচিত হন জুনায়েদ সিদ্দিকী।

সারাবাংলা/এসএন

ড্র নর্থ জোন বাংলাদেশ ক্রিকেট লিগ সাউথ জোন

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর