Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ব্যালন ডি’অর অবশ্যই রোনালদোর পাওনা ছিল’


৮ ডিসেম্বর ২০১৮ ১৬:৩২

স্পোর্টস ডেস্ক ।।

টানা দশ বছর ধরে বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ব্যালন ডি’অর জিতে আসছেন পর্তুগাল স্ট্রাইকার ক্রিস্টিয়ানো রোনালদো আর আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। তবে দু’জনকে ছাড়িয়ে এবারের ব্যালন ডি’অর জিতে নিয়েছেন ক্রোয়েশিয়ান মিডফিল্ডার লুকা মদ্রিচ। তবে ব্রাজিল কিংবদন্তি রোনালদো মনে করছেন, এবারের ব্যালন ডি’অর পাওনা ছিল পর্তুগাল তারকা রোনালদোর।

এবারের মৌসুমে দুর্দান্ত সময় পার করছেন রিয়াল মাদ্রিদ থেকে ক্লাব জুভেস্টাসে যোগ দেয়া রোনালদো। বার্সেলোনা তারকা মেসিও পার করছেন দারুণ এক মৌসুম। এই দুই তারকা ফুটবলারকেই গ্রহের সেরা খেলোয়াড় বলে মন্তব্য করছেন ব্রাজিল গ্রেট।

রাশিয়া বিশ্বকাপে সেরা খেলোয়াড় পুরস্কার ও এবারের ব্যালন ডি’অর জিতেছেন লুকা মদ্রিচ। ব্যালন ডি’অরের সেরা তিনজনের তালিকায় মদ্রিচ ছাড়াও নাম ছিল ক্রিস্টিয়ানো রোনালদো এবং আঁতোয়া গ্রিজম্যানের। তবে ১৯৯৭ ও ২০০২ সালের ব্যালন ডি’অর জয়ী ব্রাজিল গ্রেট রোনালদো ব্যালন ডি’অর বলছেন, এই বিষয়ে মতামত দেয়া কঠিন।

তবে নিজের দিক থেকে রোনালদোকেই এগিয়ে রাখতে চান ১৯৯৪ ও ২০০২ বিশ্বকাপজয়ী ব্রাজিল কিংবদন্তি, ‘মৌসুমটা ভালো কাটিয়েছে লুকা মদ্রিচ, চ্যাম্পিয়নস লিগ জয় এবং ক্রোয়েশিয়াকে বিশ্বকাপের ফাইনালে নিতে সহায়তা করেছে সে। তবে যদি আমাকে বলা হয়, আমি রোনালদোর পক্ষেই ভোট দেবো।’

চলতি মৌসুম ভালো সময় পার করেও রোনালদো আর মেসি এবারের ব্যালন ডি’অর না জয়ে অবাক হয়েছেন ব্রাজিল গ্রেট। তবে পর্তুগিজ তারকা রোনালদোকে এগিয়ে রাখার কারণটা অবশ্য বলেছেন ব্রাজিল গ্রেট, ‘অনেকবার বল জালে জড়িয়েছে পর্তুগিজ (রোনালদো)। চ্যাম্পিয়নস লিগ জয়, বিশ্বকাপেও নিজেকে প্রমাণ করেছে এবং স্পেনের বিপক্ষে হ্যাটট্রিক করেছে। তাই আমি মনে করি এই পুরস্কার (ব্যালন ডি’অর) পেতে অন্যদের চেয়ে সে (রোনালদো) এগিয়ে। আর সেরা তিনজনের তালিকায় মেসির নাম থাকা উচিৎ ছিল।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএন

ক্রিস্টিয়ানো রোনালদো ব্যালন ডি'অর

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর