Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয়ে কোয়ার্টারে আরামবাগ, হেরেও কোয়ার্টারে সাইফ


৭ ডিসেম্বর ২০১৮ ১৯:৪৫

।। স্পোর্টস করেসপন্ডেন্ট ।।

ঢাকা: এ ম্যাচে ড্র করলেই গ্রুপ চ্যাম্পিয়ন এমন সমীকরণ থেকে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আরামবাগ ক্রীড়া চক্র। কিসের কি? স্বাধীনতা কাপের অন্যতম গোছানো ফুটবল খেলা দল সাইফ স্পোর্টিংকে অনেকটা উড়িয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে মতিঝিলের দলটি। হ্যাটট্রিক করেছেন আরামবাগের পল এমিলি।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুক্রবার (৭ ডিসেম্বর) এ গ্রুপের একমাত্র ম্যাচে সাইফ স্পোর্টিংয়ের বিপক্ষে ৩-১ গোল ব্যবধানে জিতেছে আরামবাগ। এর আগে প্রথম ম্যাচে টিম বিজেএমসিকে ২-১ গোল ব্যবধানে হারিয়েছিল মারুফুল হকের শিষ্যরা। টানা দুই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে পা রেখেছে তারা। অন্যদিকে প্রথম ম্যাচে টিম বিজেএমসিকে ১-০ ব্যবধানে হারিয়েছে সাইফরা। দ্বিতীয় ম্যাচে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য দরকার ছিল জয়। উল্টো বড় ব্যবধানেই হারতে হয়েছে ম্যাকেন্সট্রির শিষ্যদের।

ম্যাচের প্রথমার্ধে দুই দলই গুছিয়ে খেলতে থাকে। কিন্তু সাইফ শিবিরে আঘাতটা হানে আরামবাগ। ৪৫ মিনিটে গোল করে দলকে এগিয়ে নেয় পল।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান দ্বিগুণ করে আরামবাগ। গোলদাতা একই। পল এমিলি। ৬২ মিনিটে নিজের জোড়া গোলে ব্যবধান ২-০ করে আরামবাগ। পিছিয়ে থাকা সাইফও ফিরে আসে ছয় মিনিট পরই। এবারও গোলদাতা জামাল ভুঁইয়া। যার একমাত্র ফ্রি-কিক থেকে বিজেএমসিকে হারিয়েছিল সাইফরা। কিন্তু হ্যাটট্রিক করার নেশায় যেন উন্মাদ ছিল পল। ৮০ মিনিটে সেই অপেক্ষার পালা শেষ করে দেয় পল। গোল করে জয়ের বন্দরে নাও ভাসায় আরামবাগ।

এ জয়ে ‘এ’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলো স্বাধীনতা কাপের বর্তমান চ্যাম্পিয়ন আরামবাগ ক্রীড়া সংঘ। রানার্সআপ হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়েছে সাইফ স্পোর্টিংয়েরও।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেএইচ/এসএন

আরামবাগ ক্রীড়া সংঘ সাইফ স্পোর্টিং ক্লাব

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর