Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চোটে পড়েছেন ম্যালকম


৭ ডিসেম্বর ২০১৮ ১৭:৫৪

স্পোর্টস ডেস্ক ।।

চোটে পড়েছেন বার্সেলোনার ব্রাজিল ফরোয়ার্ড ম্যালকম। বুধবার (৫ ডিসেম্বর) রাতে কালচালার লিওনেস্কার বিপক্ষে ম্যাচের শেষ দিকে চোটে পড়ে মাঠ ছাড়েন তিনি। এরই মধ্যে বার্সেলোনা জানিয়েছে, ১০ থেকে ১৫ দিন মাঠের বাইরে থাকতে হবে এই ব্রাজিলিয়ানকে।

কালচালারের বিপক্ষে ম্যাচে গোল পেয়েছিলেন ম্যালকম। ম্যাচে তার পারফরম্যান্সও ছিল দারুণ। তবে ম্যাচের শেষ দিকে অ্যাঙ্কেলে চোটে পড়ে মাঠ ছাড়তে হয় তাকে। চোটের কারণে লা লিগায় এস্পানিওল আর লেভান্তের বিপক্ষে এবং চ্যাম্পিয়নস লিগে টটেনহামের বিপক্ষে ম্যাচে মাঠের বাইরে থাকতে হবে ম্যালকমকে।

এর আগে চোটে পরে বার্সেলোনা শিবির থেকে ছিটকে পড়েছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার রাফিনহা। চোটের কারণে প্রায় ১ মাস মাঠের বাইরে থাকতে হচ্ছে সার্জিও রবের্তোকে। লুইস সুয়ারেজও মাঠের বাইরে আছেন। এবার মাঠের বাইরে থাকতে হচ্ছে ম্যালকমকেও। একের পর এক খেলোয়াড়দের চোটের কারণে অবশ্য দল নির্বাচনে কিছুটা সমস্যায় পড়ছেন কোচ আর্নেস্তো ভালভারদে।

সারাবাংলা/এসএন

বার্সেলোনা ম্যালকম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর