Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়ারল্যান্ডের


৭ ডিসেম্বর ২০১৮ ১৩:০৯ | আপডেট: ৭ ডিসেম্বর ২০১৮ ১৩:১৩

স্পোর্টস ডেস্ক ।।

বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে ত্রিদেশীয় সিরিজের আয়োজন করবে আয়ারল্যান্ড। আগামী বছরের মে মাসে অনুষ্ঠিত হবে ত্রিদেশীয় এই সিরিজ।

২০১৯ সালের ৫ মে থেকে আয়ারল্যান্ডের মাঠে অনুষ্ঠিত হবে এই সিরিজটি। যেখানে প্রত্যেক দল একে অপরের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে। সেখান থেকে পয়েন্টে এগিয়ে থাকা দুই দল খেলবে সিরিজের ফাইনালে। ১৭ মে অনুষ্ঠিত হবে সিরিজের ফাইনাল।

এর আগে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে আইরিশরা। ইংলিশদের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ হওয়ার দু’দিন পর শুরু হবে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ত্রিদেশীয় এই সিরিজটি।

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের পর বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ শেষে আফগানিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলবে আয়ারল্যান্ড। সবমিলিয়ে দেশের মাটিতে ১৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলবে আয়ারল্যান্ড। সবকটি ম্যাচ চারটি আন্তর্জাতিক ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

সারাবাংলা/এসএন

আয়ারল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ ত্রিদেশীয় সিরিজ বাংলাদেশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর