‘ফ্রান্সের কেউ ব্যালন ডি’অর জেতেনি, এটা লজ্জার’
৪ ডিসেম্বর ২০১৮ ১৭:৩১ | আপডেট: ৪ ডিসেম্বর ২০১৮ ১৭:৩৭
স্পোর্টস ডেস্ক ।।
বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ব্যালন ডি’অর জিতেছেন ক্রোয়েশিয়ান তারকা লুকা মদ্রিচ। এবারের ব্যালন ডি’অরের তিন জনের সংক্ষিপ্ত তালিকায় ক্রিস্টিয়ানো রোনালদো ছাড়াও নাম ছিল ফ্রান্স তারকা আঁতোয়া গ্রিজমানের। তবে এবার ফ্রান্সের কেউ এই পুরস্কার না জেতায় অনেকটা ক্ষিপ্ত ফরাসি এই তারকা।
১৯৫৬ সাল থেকে বর্ষসেরা ফুটবলারের হাতে তুলে দেয়া হয় ব্যালন ডি’অর পুরস্কার। এ পর্যন্ত ফ্রান্সের হয়ে এই পুরস্কার জিতেছেন দু’জন। ১৯৫৮ সালে প্রথম ফরাসি ফুটবলার হিসেবে এই পুরস্কার পান অ্যাটাকিং মিডফিল্ডার রেমন্ড কোপা। এরপর লম্বা সময় ধরে এই পুরস্কার পাননি ফ্রান্সের কেউই। এরপর ফ্রান্সের দ্বিতীয় ফুটবলার হিসেবে ১৯৯১ সালে স্ট্রাইকার জিয়ান পিয়েরো পাপিন পান বর্ষসেরা ফুটবলারের এই পুরস্কার।
এরপর লম্বা সময় ধরে ফ্রান্সের কেউ এই পুরস্কার হাতে নিতে পারেননি। এবারের রাশিয়া বিশ্বকাপজয়ী দলটির হয়ে ব্যালন ডি’অর জেতার সুযোগ ছিল তারকা ফরোয়ার্ড গ্রিজমানের। ব্যালন ডি’অরের তিনজনের সংক্ষিপ্ত তালিকাতেও নাম ছিল তার। তবে রাশিয়া বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার পাওয়া লুকা মদ্রিচই পেয়েছেন এবারের ব্যালন ডি’অর।
সারাবাংলায় পড়ুন: মেসি-রোনালদোর রাজত্বে হানা দিয়ে ব্যালন ডি’অর মদ্রিচের
মদ্রিচের এই পুরস্কার জয়ের পর গ্রিজম্যান অনেকটা মজার ছলেই বলেছেন, ‘মনে হচ্ছে বিশ্বকাপের চেয়ে ইউরোপিয়ান কাপই বেশি গুরুত্বপূর্ণ।’
তবে রাশিয়া বিশ্বকাপজয়ী ফ্রান্সের কেউ এই পুরস্কার না পাওয়ায় অনেকটা ক্ষিপ্ত হয়েই মন্তব্য করেছেন ক্লাব অ্যাথলেটিকোর এই তারকা। তিনি বলেন, ‘ফ্রান্সের কেউই এই পুরস্কার (ব্যালন ডি’অর) জেতেনি, এটা আসলেই সমবেদনা জানানোর মতো বিষয়। এই পুরস্কার জিততে আমাকে কি করতে হবে? এটা ভালো প্রশ্ন… তবে মদ্রিচকে এই পুরস্কার জেতায় অভিনন্দন। দারুণ একটা বছর পার করেছে সে।’
তবে বর্ষসেরা ফুটবলারের এই পুরস্কার না জিতলেও বছরটা যে ভালো কাটিয়েছেন, সেটাই বললেন গ্রিজম্যান। ফরাসি এই ফুটবলার বলেন, ‘আমি এই বছরটা ভালো কাটিয়েছি, এ নিয়েই খুশি। চলতি বছরে যেসব পরিকল্পনা ছিল, তা করেছি। তবে ব্যালন ডি’অর জেতার জন্য আগামী বছরগুলোও আছে।’
সারাবাংলা/এসএন