Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৮ ডিসেম্বর আইপিএলের নিলাম


৪ ডিসেম্বর ২০১৮ ১৩:১১

স্পোর্টস ডেস্ক ।।

ক্রিকেট বাণিজ্যের অন্যতম ইভেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০১৯ আসরের নিলামের দিন তারিখ ঘোষণা দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ভারতের জয়পুরে এবারের আসরের নিলাম অনুষ্ঠিত হবে ১৮ ডিসেম্বর (মঙ্গলবার)।

নিলামে মোট ৭০ জন খেলোয়াড় নেওয়ার সুযোগ থাকছে। যেখানে ভারতের সর্বোচ্চ ৫০ জন এবং ২০ জন বিদেশি খেলোয়াড় নেওয়ার।

দলের ১১ জন ক্রিকেটারকে ছেড়ে দেওয়ার কারণে সবচেয়ে বেশি খেলোয়াড় কিনতে হবে কিংস ইলেভেন পাঞ্জাব। আগের আসরের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস কিনতে পারবে দু’জন খেলোয়াড়। আগের আসরের ২৩ জনকে ধরে রেখেছে তারা। এজন্য অবশ্য ৮.৪ কোটি রুপি আছে তাদের ব্যাংকে। নিলামে খেলোয়াড় কেনার সুযোগ থাকবে কিংস ইলেভেন পাঞ্জাব দিল্লি ডেয়ার ডেভিলস, রাজস্থান রয়্যালস এবং কলকাতা নাইট রাইডার্সের।

মাত্র একজন বিদেশি ক্রিকেটার নিতে পারবে মুম্বাই ইন্ডিয়ান্স। যেখানে সর্বোচ্চ পাঁচজন বিদেশি ক্রিকেটার নেওয়ার সুযোগ থাকবে কলকাতা নাইট রাইডার্সের। এছাড়াও সানরাইজার্স হায়দরাবাদের হাতে আছে ৯.৭০ কোটি রুপি। যেখানে দু’জন বিদেশি ও তিনজন দেশি ক্রিকেটার নেওয়ার সুযোগ পাবে তারা।

এবারের আসরের নিলামের সূচি নির্ধারন করা হয়েছে মাত্র একদিনের জন্য।

সারাবাংলা/এসএন

আইপিএল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ নিলাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর