নতুন করে ইনজুরিতে নেইমার
৩ ডিসেম্বর ২০১৮ ১৪:২৯ | আপডেট: ৩ ডিসেম্বর ২০১৮ ১৪:৫৯
স্পোর্টস ডেস্ক ।।
লিগ ওয়ানে রোববার (২ নভেম্বর) রাতের ম্যাচে বোর্দোর মাঠে ২-২ গোলে ড্র করেছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। এই ম্যাচে চোটে পড়েন ব্রাজিল তারকা নেইমার। পিএসজি কোচ থমাস তুখেল এরই মধ্যে জানিয়েছেন, বুধবার (৫ ডিসেম্বর) স্ট্রাসবার্গের বিপক্ষে ম্যাচে থাকছেন না এই ব্রাজিলিয়ান।
বোর্দোর বিপক্ষে ম্যাচের ৩৪ মিনিটে দলের হয়ে প্রথম গোল করেন নেইমার। তার গোলেই এগিয়ে থেকে বিরতিতে যায় পিএসজি। তবে ম্যাচে ইনজুরিতে পড়েন নেইমার। যে কারণে দ্বিতীয়ার্ধে মাঠ ছাড়তে হয়েছে তাকে। তার বদলি হিসেবে মাঠে নামেন এরিক।
নেইমারের চোট নিয়ে রোববারের ম্যাচের পরই কথা বলেন পিএসজি কোচ থমাস তুখেল। এই সময়ে সতর্ক থাকার কথা বললেন পিএসজি কোচ, ‘আমার মনে হচ্ছে এটা পুরনো ইনজুরি, তবে আমি এখনো দেখিনি। আমাদের আরেকটু সতর্ক হওয়া দরকার। খেলার আগে অবশ্য ও বলেছে কোনো সমস্যা হবে না। আশা করি স্ট্রাসবার্গের বিপক্ষে ম্যাচের পর তাকে দলে পাবো।’
তবে চোটের অবস্থা শিগগিরই জানা যাবে বলে জানিয়েছেন পিএসজিতে নেইমারের সতীর্থ সিলভা। তিনি বলেন, ‘পরীক্ষা-নিরীক্ষা চলছে। স্ক্যান করার পরই সবশেষ অবস্থা জানা যাবে, এরপর আমরা আপনাদের জানাবো। এখনো ডাক্তারও ইনজুরির অবস্থা জানান নি। তবে খুব শিগগিরই জানা যাবে।’
নেইমারের ইনজুরির এই ম্যাচে ড্র করে পয়েন্ট খুঁইয়েছে পিএসজি। তবে লিগের এবারের মৌসুমে এখনো হারেনি তুখেলের ছাত্ররা। এ নিয়ে ১৫ ম্যাচে ১৪টি জয় ও ১টি ড্র’য়ে ৪৩ পয়েন্ট নিয়ে লিগ ওয়ান টেবিলের শীর্ষে আছে পিএসজি।
সারাবাংলা/এসএন