কলার খোসা ছুঁড়ে গ্রেফতার হলেন টটেনহাম সমর্থক
৩ ডিসেম্বর ২০১৮ ১২:৫৬ | আপডেট: ৩ ডিসেম্বর ২০১৮ ১৮:৪২
স্পোর্টস ডেস্ক ।।
ইংলিশ প্রিমিয়ার লিগে রোববার (২ ডিসেম্বর) এমিরেটস স্টেডিয়ামে আর্সেনালের বিপক্ষে ৪-২ ব্যবধানে হেরেছে টটেনহ্যাম। ম্যাচে আর্সেনালের হয়ে জোড়া গোল করেন ফরাসি তরুণ স্ট্রাইকার পিয়েরে এমেরিক অবেমেয়াং। তবে এই ম্যাচেই নিয়মভঙ্গের কারণে গ্রেফতার হয়েছেন টটেনহ্যামের এক সমর্থক।
ম্যাচের ১০ মিনিটে পিয়েরে এমেরিক অবেমেয়াংয়ের গোলে ১-০ গোলে এগিয়ে যায় আর্সেনাল। দলকে এগিয়ে নিয়ে উচ্ছ্বাস করতে থাকেন ফরাসি এই স্ট্রাইকার। তবে এই সময়েই তার দিকে গ্যালারি থেকে কলার খোসা ছুঁড়েন এক সমর্থক।
এই ঘটনার পর মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, কলার খোসা নিক্ষেপ করার কারণে এক সমর্থককে গ্রেফতার করেছে তারা।
এক বিবৃতিতে টটেনহ্যামের একজন মুখপাত্র বলেন, ‘এ ধরণের ব্যবহার একেবারেই অগ্রহণযোগ্য। এই সমর্থককে নিয়ে প্রশ্ন উঠেছে এবং তিনি নিষিদ্ধ হতে পারেন।’
সারাবাংলায় পড়ুন: চেলসি-আর্সেনাল-লিভারপুলের জয়
সারাবাংলা/এসএন