Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশের ফিটনেস ট্রেইনার এখন আবাহনীর কোচ


২ ডিসেম্বর ২০১৮ ২০:১৫

।। স্পোর্টস করেসপন্ডেন্ট ।।

ঢাকা: অ্যান্ড্রু ওর্ড বাংলাদেশের জাতীয় দলের কোচ থাকাকালীন জামাল-সুফিলদের ফিটনেস নিয়ে কাজ করা ট্রেইনার মারিও লিচিনি লেমসই এখন দেশের লিগ-ফেড কাপ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ঢাকা আবাহনীর কোচ। ওর্ড অধ্যায় চলে যাওয়ার পরে এই পর্তুগিজ ঢাকা ছেড়ে পাড়ি জমিয়েছিলেন মালয়েশিয়ায়।

লেমস যখন দেশের জাতীয় দলের কোচ তখন দল টিম ম্যানেজার সত্যজিৎ দাস রুপু। লাওসের সঙ্গে প্রীতি ম্যাচে জাতীয় দলের ডাগ আউটে লাল-সবুজদের হয়ে গলা ফাটানো এই যুগল এখন আবাহনীতেও। শুধু জার্সিটা বদলেছে খানিক। আবাহনী শিবিরে যে আকাশী-হলুদের সমাহার।

নতুন কোচ মারিও লেমসকে জয় দিয়ে অভ্যর্থনা জানিয়েছে ফুটবলাররা। মুক্তিযোদ্ধাকে ২-১ ব্যবধানে হারানোর সময় যে মারিও ছিলেন আবাহনীর ডাগ আউটে। দুপুরে নেমেই বিকেলে ম্যাচ পরিচালনা করতে চলে এসেছেন মারিও লেমস। জয়ের স্বাদ পেয়েই স্বাধীনতা কাপের মিশন শুরু করতে হচ্ছে তাকে।

মৌসুমের শুরু থেকেই একজন বিদেশি কোচের খোঁজে ছিলো আবাহনী। বলতে গেলে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে কোচের দায়িত্ব পেয়েই দলকে ফেড কাপের চ্যাম্পিয়ন করেছে জাকারিয়া বাবু। সেই বাবুই এখন লেমসের সহকারী। অবশ্য তাতে কোন আক্ষেপ নেই জাকারিয়া বাবুর। মনে করেন, যতটুকু দায়িত্ব যখন যেখানে থাকবে সেটাই পালন করেছি ও করবো।

বাংলাদেশ জাতীয় দলের ট্রেইনারের দায়িত্বে থাকার সময় মারিও বলেছিলেন প্রধান কোচ হওয়ার কথা। সেই অনুযায়ী লাইসেন্স করে ফেলেছিলেন কোচিংয়ের। জাতীয় দলে ছেড়ে কিছুদিন অবশ্য কাজ করেছেন মালয়েশিয়ান ক্লাব ফুটবলে। আবাহনীর দায়িত্ব নেয়ার আগ পর্যন্ত তিনি ছিলেন মালয়েশিয়ার ক্লাব নেগেরি সেমবিলানের কোচ।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেএইচ/এসএন

অ্যান্ড্রু ওর্ড আবাহনী কোচ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর