Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বদলি নেমে জোড়া গোলে আবাহনীকে জয় উপহার ফয়সালের


২ ডিসেম্বর ২০১৮ ১৮:৪১

।। স্পোর্টস করেসপন্ডেন্ট।।

ঢাকা: ‘একাদশে অনিয়মিত ফয়সাল আহমেদ শিতল যখন ঢাকা আবাহনীর জয়ের নায়ক’ এভাবে শিরোনামটা দিলেও ভুল হতো না। বদলি নেমেই স্বাধীনতা কাপে জোড়া গোল করে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে একাই হারিয়ে দিয়েছেন বলতে গেলে ফয়সালই। ফেডারেশন কাপ বিজয়ীরা তাই স্বাধীনতা কাপের মিশনটা শুরু করলো জয়ের আনন্দেই।

এর সঙ্গে আকাশী-হলুদ শিবিরের ডাগ আউটে নতুন কোচ মারিও লিচিনিও লেমসের কোচ হিসেবে অভিষেক হলো। যদিও এ জয়ের কৃতিত্ব নিতে চান না। কারণ ঢাকায় দুপুরে এসে বিকেলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আবাহনীর ডাগ আউটে নেমে পড়েছেন এই পর্তুগিজ। তাই ফেডারেশন কাপ জেতানো জাকারিয়া বাবু হয়ে গেলেন সহকারী কোচ।

স্বাধীনতা কাপে নিজেদের প্রথম ম্যাচে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে ২-১ গোলে হারিয়ে নতুন কোচবরণ করলো আকাশি-হলুদরা। এক মিনিটেরও কম সময়ের ব্যবধানে জোড়া গোল করেন জুয়েল রানার বদলি হিসেবে মাঠে নামা ফয়সাল।

৭৬ মিনিটে ডান দিক থেকে রুবেল মিয়ার কাটব্যাক থেকে টোকায় এবং পরের মিনিটে বাম দিক থেকে হাইতির বেলফোর্টের ক্রসে হেডে গোল করে আবাহনীর গ্যালারিতে উচ্ছ্বাস ছড়ান এ মৌসুমে আবাহনীর জার্সিতে প্রথম মাঠে নামা ফয়সাল।

মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ব্যবধান কমিয়েছে ইনজুরি সময়ে। জাপানি ইউসুকে কাতো বল নিয়ে আবাহনীর বক্সে ঢুকলে তাকে ফাউলের শিকার হন। রেফারি পেনাল্টির বাঁশি বাজালে কাতোই গোল করে ব্যবধান ১-২ করেন।

আবাহনী গ্রুপের দ্বিতীয় ম্যাচ খেলবে ৮ ডিসেম্বর (শনিবার) ব্রাদার্স ইউনিয়নের বিরুদ্ধে। মুক্তিযোদ্ধার টিকে থাকার ম্যাচ হবে ব্রাদার্সের বিপক্ষে ৫ ডিসেম্বর (বুধবার)।

বিজ্ঞাপন

সারাবংলা/জেএইচ/এসএন

ঢাকা আবাহনী ফয়সাল আহমেদ স্বাধীনতা কাপ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর