Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এই সিরিজে আমাদের অনেক কিছু প্রমাণ করার ছিল: সাকিব


২ ডিসেম্বর ২০১৮ ১৮:০০

স্পেশাল করেসপন্ডেন্ট।।

অধিনায়ক হিসেবে দেশের মাটিতে প্রথম সিরিজ জয়, তাও আবার চোট থেকে ফিরে ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাই করে- সাকিব আল হাসানের জন্য এই সিরিজ অনেক প্রাপ্তির। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বললেন, কেন এই সিরিজটা অনেক বেশি ‘স্পেশাল’।

মাস চারেক আগেই ওয়েস্ট ইন্ডিজের মাঠে গিয়ে ধবলধোলাই হয়েছিল বাংলাদেশ। এই জয় কি সেটা ফিরিয়ে দেওয়ার একটা উপলক্ষ? সাকিব অবশ্য সেরকম মনে করছেন না, ‘জবাব দেয়া না, তবে এখন হোম অ্যান্ড অ্যাওয়ের একটা অ্যাডভান্টেজট থাকে। ওরা ওদের হোমের অ্যাডভান্টেজট নিতে পেরেছে, আমরা আমাদের হোমের অ্যাডভান্টেজটটা নিতে পেরেছি। ওভাবে হারার পর আমাদের অবশ্যই অনেক কিছু প্রুভ করার ছিলো। অ্যাট লিস্ট হোমে, সেটা আমরা করতে পেরেছি। সেটার জন্য আসলে আমি প্রতিটা টিম মেটকেই ধন্যবাদ জানাই, কোচিং স্টাফ থেকে শুরু করে সবাই যে এই জিনিসটায় বিশ্বাস করেছে, সিরিজ শুরুর আগে। সত্যি কথা বলতে, আমি অনেক ডিমান্ডিং ছিলাম এই সিরিজটাতে। সবার কাছেই খুব বেশ করে চাচ্ছিলাম। আলহামদুলিল্লাহ সবাই যার যার সাধ্য মত চেষ্টা করেছে। কেউ হয়তো সফল হবে, কেউ হবে না। সবার মনের ভেতর ওই বিশ্বাসটা ছিল, সবাই দলের জেতার জন্য কন্ট্রিবিউশন রাখতে চায়। সবসময় রাখতে চায়, বাট আলাদা রকমের একটা আগ্রহ ছিল সেটা বোঝা যাচ্ছিলো। ’

তারপরও এই সিরিজ জয় অন্য জয়ের চাইতে কতটা আলাদা? সাকিবের ব্যাখ্যা, ‘দেখুন আমরা একশ’র ওপরে টেস্ট ম্যাচ খেলেছি। এই প্রথম এমন কিছু করলাম। অবশ্যই স্পেশাল কিছু তা না হলে তো… ১৮ বছরের মত টেস্ট খেলেছি, এক’শ টেস্টের মত খেলেছি। এই ফার্স্ট টাইম এরকম কিছু হলো। এর ভেতরে আমরা কিন্তু ছোট টিমের সাথেও খেলেছি। তারপরও আমরা এমন কিছু করতে পারি নি। সো এটা আমাদের জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট (পাওয়া) আমি মনে করি। এর আগে আমাদের ওপরের কোন টিমকে হোম কন্ডিশনে হোয়াইটওয়াশ করিনি। সব কিছু মিলিয়ে আমাদের জন্য সিরিজটি অনেক বড় পাওয়ার সিরিজ ছিল।’

বিজ্ঞাপন

সারাবাংলায় পড়ুন: অনেক প্রথমে বাংলাদেশ

এর আগে রোববার (১ নভেম্বর) সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ বলছিলেন, এই সিরিজ শুরুর আগে ওয়েস্ট ইন্ডিজের ধবলধোলাইটা মনে করিয়ে সবাইকে তাঁতিয়ে দিয়েছিলেন সাকিব। রোববার (২ নভেম্বর) সংবাদ সম্মেলনে সাকিবকে সেটি মনে করিয়ে দিতে বললেন, ‘আমি মনে করি যে আমরা যারা প্রতিটা প্লেয়ার ছিলাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজে, আমরা কেউই এধরনের পারফর্মেন্স এক্সপেক্ট করি নাই। আমরা এমন হারের পর মিটিং করেছি, তারপর স্ট্রংলি কামব্যাক করেছি ওয়ানডে-টি-টোয়েন্টিতে। যেহেতু আমরা টেস্ট ফরম্যাটে ভালো করিনি, আমাদের হোমে একটা সুযোগ ছিল প্রমান করার। ওই কারণেই আমরা চেয়েছিলাম কিছু একটা করি, যেন মানুষ অন্তত ভুলতে পারে বা বুঝতে পারে যে না, তাদের হোমে সুবিধাটা তারা নিতে পেরেছে, আমাদের হোমে আমাদের যতটুকু করা সম্ভব ততটুকু করতে পেরেছি।’

সাকিব-মিরাজের সংবাদ সম্মেলন দেখুন এখানে:

সারাবাংলা/এএম/এসএন

টেস্ট বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ সাকিব আল হাসান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর