Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্যারিয়ার সেরা বোলিং মিরাজের


২ ডিসেম্বর ২০১৮ ১৪:৫২ | আপডেট: ২ ডিসেম্বর ২০১৮ ১৫:০৩

স্পেশাল করেসপন্ডেন্ট ।।

অভিষেক টেস্টেই এক ইনিংসে বল হাতে ৬ উইকেট নিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। একই সিরিজের দ্বিতীয় টেস্টের দুই ইনিংসে ১২ উইকেট নিয়ে দেশের হয়ে কীর্তি গড়েন। যা বাংলাদেশের জন্য ছিল টেস্ট সেরা বোলিং কীর্তি। এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট তুলে নিজের সেই কীর্তিটাই ছাড়িয়ে গেলেন মিরাজ।

উইন্ডিজদের বিপক্ষে প্রথম টেস্টে (চট্টগ্রামে) দুই ইনিংস মিলিয়ে ৩ উইকেট নেন মিরাজ। তবে মিরপুরে চিত্রটাই বদলে দেন তিনি। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে স্পিন ঘূর্ণিতে ৭ উইকেট তুলে নিয়েছেন বাংলাদেশ দলের এই অলরাউন্ডার। রোববার (২ ডিসেম্বর) দ্বিতীয় ইনিংসেও পাঁচ উইকেট তুলে নেন তিনি। দুই বছর পর আবারও দুই ইনিংস মিলিয়ে ১২ উইকেট নিয়েছেন বাংলাদেশ দলের এই অলরাউন্ডার। টেস্টে বাংলাদেশের জন্য এখন সেরা বোলিং কীর্তি হয়ে আছে মিরাজের এই ইনিংসটি।

ইংল্যান্ডের বিপক্ষে ২০১৬ সালে এক টেস্টে ১২ উইকেট নিতে নিতে ১৫৯ রান খরচ করতে হয়েছিল মিরাজকে। এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১১৭ রান খরচায় ১২ উইকেট নেন মিরাজ। রান খরচের দিক থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই ইনিংসটিই মিরাজের ক্যারিয়ার সেরা বোলিং। বাংলাদেশের জন্য এটি টেস্ট সেরা বোলিং কীর্তি।

ইংল্যান্ডের বিপক্ষে দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট নেয়ার পর আর ১০ উইকেট পাওয়া হয়নি মিরাজের। এবার দুই বছর পর টেস্টে দ্বিতীয় বারের মতো ১০ উইকেট পেলেন এই অলরাউন্ডার।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই টেস্ট ১২ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন মিরাজ।

সারাবাংলায় পড়ুন: আবারও মিরাজের ১০ উইকেট

সারাবাংলা/এসএন

বিজ্ঞাপন

টেস্ট বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ মেহেদী হাসান মিরাজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর