বিকেএসপিকে হারিয়ে নৌ বাহিনীর টানা জয় অব্যাহত
১ ডিসেম্বর ২০১৮ ১৯:৫৯ | আপডেট: ১ ডিসেম্বর ২০১৮ ২০:০১
।।স্পোর্টস করেসপন্ডেন্ট।।
ঢাকা: এসআইবিএল বিজয় দিবস হকি প্রতিযোগিতায় টানা জয়ের মধ্যে আছে বাংলাদেশ নৌ বাহিনী। টুর্নামেন্টজুড়ে জিমি-চয়নদের গোলবন্যা অব্যাহত রেখেছে আজকের ম্যাচেও। বিকেএসপিকে তারা উড়িয়ে দিয়েছে ছয় গোলে।
গুলিস্তানস্থ মওলানা ভাসানী স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে ২০১৮এর আজ দুইটি খেলা অনুষ্ঠিত হয়। প্রথম খেলায় বাংলাদেশ নৌ বাহিনী ৬-০ গোলে বিকেএসপি কে পরাজিত করে।
বাংলাদেশ নৌ বাহিনীর পক্ষে একটি করে গোল করেন রাসেল মাহমুদ জিমি, কৃষ্ণ কুমার, মাইনুল ইসলাম, রোমান সরকার, আশরাফুল ইসলাম ও রিমন কুমার ঘোষ।
আগামীকাল রবিবার বিরতি রেখে সোমবার মাঠে গড়াবে বিজয় দিবস হকি। বিকেএসপির বিপক্ষে লড়বে বাংলাদেশ পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনীর বিপক্ষে লড়বে বাংলাদেশ নৌ বাহিনী।
সারাবাংলা/জেএইচ