Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুমিনুলের লম্বা লাফ, এগিয়েছেন তাইজুল, শীর্ষে সাকিব


২৮ নভেম্বর ২০১৮ ১৭:০২

।। স্পোর্টস ডেস্ক ।।

ভিন্ন তিন টেস্ট ম্যাচের পর ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি সাদা পোশাকের র‌্যাংকিং প্রকাশ করেছে। যেখানে ব্যাটিং ক্যাটাগরিতে ১১ ধাপ এগিয়েছেন বাংলাদেশের মুমিনুল হক। এগিয়েছেন মুশফিকুর রহিম এবং সাকিব আল হাসানও। পিছিয়ে গেছেন টেস্ট সিরিজে না থাকা ওপেনার তামিম ইকবাল, মিডলঅর্ডারের মাহমুদউল্লাহ রিয়াদ। অবস্থার পরিবর্তন হয়নি ওপেনার সৌম্য সরকার, ইমরুল কায়েস আর লিটন দাসের।

বিজ্ঞাপন

কলম্বোয় স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচে জিতে ৩-০ তে সিরিজ জিতেছে ইংল্যান্ড। আবুধাবিতে পাকিস্তান প্রথম ম্যাচে ৪ রানে হারলেও দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়ে নিউজিল্যান্ডকে ইনিংস ব্যবধানে হারিয়ে দেয়। আর চট্টগ্রামে সফরকারী ওয়েস্ট ইন্ডিজকে ৬৪ রানে হারিয়ে দুই ম্যাচ টেস্ট সিরিজে ১-০ তে এগিয়ে স্বাগতিক বাংলাদেশ। এই তিন ম্যাচ শেষে আইসিসি তাদের র‌্যাংকিং প্রকাশ করে।

বোলারদের ক্যাটাগরিতে দারুণ উন্নতি হয়েছে বাংলাদেশের স্পিনার তাইজুল ইসলামের। জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্টে ১৮ উইকেট নেওয়া তাইজুল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের দুই ইনিংসে নিয়েছেন সাত উইকেট। ছয় ধাপ এগিয়ে বোলারদের তালিকায় চলে এসেছেন ২১ নম্বরে। এটি বাঁহাতি এই স্পিনারের ক্যারিয়ার সেরা অবস্থান।

ঢাকা টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে ১৬১ রানের ইনিংস খেলার পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে মুমিনুল খেলেছিলেন ১২০ রানের আরেকটি দুর্দান্ত ইনিংস। ১১ ধাপ এগিয়ে মুমিনুল এখন ২৪ নম্বরে। ব্যাটসম্যানদের তালিকায় এক নম্বরে ভারতের অধিনায়ক বিরাট কোহলি। দুইয়ে অস্ট্রেলিয়ান সাবেক দলপতি স্টিভ স্মিথ, তিনে নিউজিল্যান্ডের দলপতি কেন উইলিয়ামসন, চারে ইংলিশ দলপতি জো রুট, পাঁচে অস্ট্রেলিয়ার সাবেক সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার, ছয়ে ভারতের চেতশ্বর পূজারা, সাতে শ্রীলঙ্কার দিমুথ করুনারত্নে, আটে দক্ষিণ আফ্রিকার ডিন এলগার, নয়ে আইডেন মার্কারাম এবং দশে অস্ট্রেলিয়ার উসমান খাজা।

বিজ্ঞাপন

ব্যাটসম্যানদের তালিকায় মুশফিকুর চার ধাপ পিছিয়ে ২২, মুমিনুল ২৪, সাকিব ২৮, তামিম ৩৪, মাহমুদউল্লাহ ৬৪, ইমরুল কায়েস ৮৩, সৌম্য সরকার ৮৮, লিটন দাস ৯১ আর ১০০ নম্বরে আছেন মেহেদি হাসান মিরাজ।

বোলারদের তালিকায় এক নম্বরে দক্ষিণ আফ্রিকার পেসার কেগিসো রাবাদা। দুইয়ে ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন, তিনে পাকিস্তানের মোহাম্মদ আব্বাস, চারে দক্ষিণ আফ্রিকার ভারনন ফিল্যান্ডার, পাঁচে ভারতের রবীন্দ্র জাদেজা, ছয়ে অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স, সাতে ভারতের রবীচন্দ্রন অশ্বিন, আটে নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট, নয়ে ওয়েস্ট ইন্ডিজের জ্যাসন হোল্ডার আর দশে উঠে এসেছেন আবুধাবিতে এক ম্যাচে ১৪ উইকেট (৮+৬) নেওয়া পাকিস্তানের ইয়াসির শাহ। পাকিস্তানের সেরা এই স্পিনার এগিয়েছেন ৯ ধাপ।

বোলারদের তালিকায় সাকিব আছেন ১০ এবং তাইজুল ২১ নম্বরে। মেহেদি হাসান মিরাজ ৩০, মাহমুদউল্লাহ ৭০, সুভাষিশ রায় ৭৯, আবু জায়েদ রাহি ৮৩, নাঈম হাসান ৮৪, শফিউল ইসলাম ৮৬, রুবেল হোসেন ৯২, নাজমুল ইসলাম অপু ৯৫ নম্বরে জায়গা পেয়েছেন। অলরাউন্ডার ক্যাটাগরিতে শীর্ষেই আছেন সাকিব। তারপরে জায়গা পেয়েছেন যথাক্রমে ভারতের রবীন্দ্র জাদেজা, ওয়েস্ট ইন্ডিজের জ্যাসন হোল্ডার, দক্ষিণ আফ্রিকার ভারনন ফিল্যান্ডার এবং ইংল্যান্ডের বেন স্টোকস।

সারাবাংলা/এমআরপি

টেস্ট র‌্যাংকিং তাইজুল মুমিনুল সাকিব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর