Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘দেম্বেলের ভালোবাসা দরকার’


২৮ নভেম্বর ২০১৮ ১৪:২১

স্পোর্টস ডেস্ক ।।

অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে শনিবার (২৪ নভেম্বর) রাতে উসমান দেম্বেলের একমাত্র গোলে ভর করে ১-১ ব্যবধানে ড্র করে বার্সেলোনা। তবে গুঞ্জন উঠেছে বার্সায় থাকছে চান না ফরাসি এই তারকা। জানুয়ারিতেই নাকি ন্যু ক্যাম্প ছাড়তে চান তিনি। তবে বার্সায় তার সতীর্থ আর্তুরো ভিদাল বললেন, দেম্বেলের ভালোবাসা দরকার।

২০১৭ সালে বরুসিয়া ডর্টমুন্ড থেকে বার্সায় যোগ দেন দেম্বেলে। এপর্যন্ত ২৯ ম্যাচে বার্সার জার্সিতে মাঠে নেমে গোল করেছেন ৮টি। নিজেকে ন্যু ক্যাম্পে মানিয়ে নিতেই লড়াই করছেন ২১ বছর বয়সি এই ফুটবলার।

বুধবার (২৮ নভেম্বর) পিএসবি আইন্দহোভেনের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে মাঠেনামবে বার্সা। এই ম্যাচের আগে দেম্বেলেকে নিয়ে কথা বললেন ভিদাল। বিদাল বলেন, ‘ওসমানের (দেম্বেলে) ভালোবাসা দরকার। সে আমাদের দলের অনেক গুরুত্বপূর্ণ খেলোয়াড়। সে বেশক’টি গুরুত্বপূর্ণ সময়ে গোল করেছে।’

তবে স্প্যানিশ গণমাধ্যম বলছে, এরই মধ্যে ক্লাব বার্সেলোনার বোর্ডের কাছে ক্লাব ছাড়ার অনুমতি চেয়েছেন দেম্বেলে।

সারাবাংলা/এসএন

আর্তুরো ভিদাল উসমান দেম্বেলে বার্সেলোনা

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর