ক্রিকেট অস্ট্রেলিয়ার নতুন চেয়ারম্যান আর্ল এডিংস
২৮ নভেম্বর ২০১৮ ১২:২৬ | আপডেট: ২৮ নভেম্বর ২০১৮ ১২:৪৬
স্পোর্টস ডেস্ক ।।
ক্রিকেট অস্ট্রেলিয়ার নতুন চেয়ারম্যান হলেন আর্ল এডিংস। বুধবার (১৮ নভেম্বর) এই ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড (সিএ)।
এর আগে এই পদ থেকে সরে দাঁড়ান ডেভিড পিভার।
নতুন নির্বাচিত আর্ল এডিংস ছিলেন অস্ট্রেলিয়ার প্রথম শ্রেণির ক্রিকেটার। এছাড়াও নর্থ মেলবোর্ন ক্রিকেট ক্লাবের সভাপতি ছিলেন তিনি। ২০০৮ সালে ক্রিকেট অস্ট্রেলিয়ার পরিচালনা কমিটির সক্রিয় সদস্যও ছিলেন এডিংস।
নতুন দায়িত্ব পেয়ে এক বিবৃতিতে এডিংস বলেন, ‘আমাদের দেশের ক্রিকেটভক্ত এবং দেশের হাজার হাজার স্বেচ্ছাসেবকদের প্রতিশ্রুতির কারণেই অস্ট্রেলিয়ায় ক্রিকেটের এই অবস্থান। আমি এই দায়িত্ব পেয়ে খুশি। আমি চাই এই কমিটি আরো বেশি শক্তিশালী হবে।’
সারাবাংলা/এসএন