Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্মিথকেই দলে নিল কুমিল্লা ভিক্টোরিয়ানস


২৮ নভেম্বর ২০১৮ ১২:১৪

স্পোর্টস ডেস্ক ।।

নিয়ম অনুযায়ী নয় জন বিদেশী খেলোয়াড়কে দলে নিতে পারবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দলগুলো। বিপিএলের ড্রাফটের কুমিল্লা ভিক্টোরিয়ানস নিয়েছিল আট জন বিদেশীকে। এবার অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথকে দলে নিল তারা।

বল টেম্পারিং কান্ডে জড়িত থাকার পর থেকে অস্ট্রেলিয়া জাতীয় দলের নিষেধাজ্ঞা কাটাচ্ছেন স্টিভ স্মিথ। তবে ক্রিকেট পাড়ায় আগেই গুঞ্জন ছড়িয়েছে অজি সাবেক অধিনায়ককে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসরে দলে নিতে চাইছে কুমিল্লা ভিক্টোরিয়ানস।

মঙ্গলবার (২৭ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজেদের অফিসিয়াল পেইজে একটি ছবি পোস্ট করেছে কুমিল্লা ভিক্টোরিয়ানস। তবে সরাসরি কোনো ঘোষণা দেওয়া না দিলেও অস্পস্ট একটি ছবি পোস্ট করা হয়েছে। যেটা দেখে অবশ্য বুঝাই যাচ্ছিল ছবিটা স্টিভ স্মিথের।

বিপিএলে এবারই প্রথম খেলতে আসছেন স্মিথ। বিদেশী খেলোয়াড়দের মধ্যে কুমিল্লা দলে আছেন পাকিস্তানের শোয়েব মালিক। তবে বিপিএল চলাকালীন সময়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ থাকবে পাকিস্তানের। তাই বিপিএলে প্রথম চার ম্যাচ খেলে জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন পাকিস্তানি এই অলরাউন্ডার। তার জায়গা পূরণ করবেন স্মিথ।

অস্ট্রেলিয়ার নিষেধাজ্ঞা কাটানো ডেভিড ওয়ার্নারও আসছেন এবারের বিলিএল আসরে। সিলেট সিক্সার্স দলে খেলছেন অজি সাবেক এই সহ-অধিনায়ক।

আগামী বছর ৫ জানুয়ারি মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স ও চিটাগং ভাইকিংস খেলবে এবারের টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে। ৬ জানুয়ারি (রোববার) সিলেট সিক্সার্সের বিপক্ষে ম্যাচ দিয়েই শুরু হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপিএল মিশন। আর ৮ ফেব্রুয়ারি হবে ফাইনাল।

বিজ্ঞাপন

কুমিল্লা ভিক্টোরিয়ানস:

দেশি খেলোয়াড়: তামিম ইকবাল (আইকন), আরিফুল হক, মোহাম্মদ সাইফউদ্দিন, আবু হায়দার রনি (এ), এনামুল হক বিজয় (এ), মেহেদী হাসান (বি), জিয়াউর রহমান (সি), মোশাররফ হোসেন রুবেল, মোহাম্মদ শহীদ, শামসুর রহমান শুভ, সঞ্জিত সাহা।

বিদেশি খেলোয়াড়: শোয়েব মালিক (পাকিস্তান), শহীদ আফ্রিদি (পাকিস্তান), থিসারা পেরেরা (শ্রীলঙ্কা), এভিন লুইস (ওয়েস্ট ইন্ডিজ), ওয়াকার সালামখেইল (আফগানিস্তান), আমির ইয়ামিন (পাকিস্তান), আসেলা গুনারত্নে (শ্রীলঙ্কা), লিয়াম ডসন (ইংল্যান্ড) এবং স্টিভ স্মিথ।

সারাবাংলা/এসএন

কুমিল্লা ভিক্টোরিয়ানস বিপিএল স্টিভ স্মিথ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর