Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেষ ষোলোতে জুভেন্টাস-ইউনাইটেড


২৮ নভেম্বর ২০১৮ ১০:৫৯ | আপডেট: ২৮ নভেম্বর ২০১৮ ১১:০২

স্পোর্টস ডেস্ক ।।

ঘরের মাঠে ‘এইচ’ গ্রুপে নিজেদের পঞ্চম ম্যাচে ভ্যালেন্সিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল জুভেন্টাস। এই ম্যাচে মারিও মানজুকিচের একমাত্র গোলে ১-০ ব্যবধানে জয় তুলে গ্রুপ শীর্ষে থেকেই শেষ ষোলো নিশ্চিত করেছে জুভেন্টাস।

জুভেন্টাস স্টেডিয়ামে এই ম্যাচে প্রথমার্ধে কোনো গোল পায়নি দু’দল। তবে দ্বিতীয়ার্ধের ৫৯তম মিনিটে গোল করেন ক্রোয়েশিয়ান তারকা মারিও মানজুকিচ। ম্যাচের বাকি সময়ে আর গোল না হওয়ায় এই গোলেই ১-০ তে জয় তুলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে মাঠ ছাড়ে মাস্সিমিলিয়ানো আল্লেগ্রির দল।

একই গ্রুপে দিনের অন্য ম্যাচে ইয়াং বয়েজকে ১-০ গোলে হারিয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। যোগ করা সময়ে ম্যাচের একমাত্র গোলটি করেন মারোয়ান ফেলাইনি।

এ নিয়ে পাঁচ ম্যাচে ৪টি জয় ও ১ ম্যাচ হেরে ১২ পয়েন্ট নিয়ে ‘এইচ’ গ্রুপের শীর্ষে জুভেন্টাস। সমান ম্যাচে ৩টি জয় ও ১টি ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। সমান ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে ক্লাব ভালেন্সিয়া। আর ৫ ম্যাচে মাত্র ১ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে ইয়াং বয়েজ।

সারাবাংলা/এসএন

উয়েফা চ্যাম্পিয়নস লিগ জুভেস্টাস ম্যানচেস্টার ইউনাইটেড

বিজ্ঞাপন

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর