Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘মাশরাফি যে কোনো অবস্থায় নিজেকে মানিয়ে নিতে পারবে’


২৭ নভেম্বর ২০১৮ ১৭:২৪

স্পেশাল করেসপন্ডেন্ট।।

মাশরাফি বিন মুর্তজা এবার সাধারণ নির্বাচনে নড়াইল-২ আসন থেকে অংশ নিচ্ছেন, এর মধ্যে সেটি আনুষ্ঠানিকভাবে ঘোষণাও দিয়েছেন। ডিসেম্বরেই শুরু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে, তাতে এখন পর্যন্ত খেলার ব্যাপারে ইতিবাচক মনোভাবই জানিয়েছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। তবে নির্বাচনী প্রচারণা সামলে খেলায় কতটা অংশ নিতে পারবেন এ নিয়ে প্রশ্ন থেকেই গেছে। মঙ্গলবার (২৭ নভেম্বর) বিসিবি ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেছেন, মাশরাফিকে নিয়ে তারা চিন্তিত নন।

বিজ্ঞাপন

বেশ কিছু দিন ধরেই খেলার বাইরে মাশরাফি। এমনিতে মিরপুরে নিয়মিত অনুশীলন করলেও এই মুহূর্তে তা করা হচ্ছে না। ৯ ডিসেম্বর থেকে শুরু প্রথম ওয়ানডে। মাশরাফি সেখানে খেলবেন বলেই এখন পর্যন্ত জানা গেছে। কিন্তু প্রায় মাসখানেকেরও বেশি সময় পরে ফিরে অনুশীলনের ঘাটতি রয়ে যাবে কি না সেই প্রশ্ন থেকে যাচ্ছে।

আকরাম খান অবশ্য এই ব্যাপারে আশাবাদী, ‘আমি ক্রিকেটীয় দিক থেকে বলছি, আমাদের যদি মাশরাফি পুরো সিরিজে সময় দেয় তাহলে তো আমাদের কোন অসুবিধা হবে না। আর সে অনেক অভিজ্ঞ একজন খেলোয়াড়। তার কোয়ালিটি অনেক বেশি। সুতরাং এই ধরণের ক্রিকেটাররা মানসিক এবং শারীরিক দিক থেকে যেকোনো কন্ডিশনে নিজেকে মানিয়ে নিতে পারে।’

আকরাম বলছেন, মাশরাফি ওয়ানডে সিরিজে ফিরলেই সেটি হবে জাতীয় দলের জন্য বড় পাওয়া, ‘ওকে নিয়ে আমরা চিন্তিত নই, ও খেলতে পারলেই আমাদের জন্য অনেক বড় বিষয়। আর অনুশীলন আছে, নিয়মিত যদি অনুশীলন করে তাহলে আমাদের কোনও সমস্যা হবে না।’

মাশরাফির নির্বাচন নিয়েও সরাসরি কোনো মন্তব্য করলেন না, ‘আমি তো বললাম, সে যদি অনুশীলনে নিয়মিত হয় তাহলে আমাদের কোনও সমস্যা হবে না। আর বাকিটা যেহেতু ওর ব্যক্তিগত ব্যাপার। সে কিভাবে এটা মেনে চলছে তা সম্পূর্ণ তার নিজের ব্যাপার।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এএম/এসএন

ওয়ানডে বাংলাদেশ ক্রিকেট মাশরাফি বিন মোর্তজা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর