Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাকিবকে নিয়ে বাড়তি উচ্ছ্বাস হায়দ্রাবাদের


২৭ নভেম্বর ২০১৮ ১৬:২২

।। স্পোর্টস ডেস্ক ।।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরের নিলাম শুরু হবে ডিসেম্বরে। এরই মধ্যে ধরে রাখা খেলোয়াড়দের তালিকা জমা দিয়েছে ফ্রাঞ্চাইজিগুলো। বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসানকে ধরে রেখেছে সানরাইজার্স হায়দ্রাবাদ। বিশ্বসেরা এই অলরাউন্ডারকে নিয়ে পিছিয়ে নেই হায়দ্রাবাদ। নিজেদের অফিসিয়াল ভেরিফাইড পেজে আজও (মঙ্গলবার, ২৭ নভেম্বর) একটি স্ট্যাটাস দিয়েছে ফ্রাঞ্চাইজিটি।

বিজ্ঞাপন

এর আগেও ফ্রাঞ্চাইজিটি সাকিবকে নিয়ে স্ট্যাটাস দিয়েছিল। গত ২২ নভেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে বাংলাদেশকে নেতৃত্ব দেন সাকিব। দীর্ঘদিন ইনজুরিতে থাকার পর মাঠে নেমেছিলেন তিনি। এশিয়া কাপে খেলতে গিয়ে ইনজুরির কারণে টুর্নামেন্ট শেষ না করেই ফিরেছিলেন দেশে। এরপর ঘরের মাটিতে জিম্বাবুয়ে সিরিজে খেলতেই পারেননি। ক্যারিবীয়ানদের বিপক্ষে নেমে রেকর্ড বুকে নতুন করে নাম লেখান সাকিব।

চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ব্যাট হাতে ৬৮ বলে করেছিলেন ৩৪ রান আর বল হাতে তিনটি উইকেটও তুলে নেন। নিজের প্রথম বলেই শাই হোপকে বোল্ড করেন সাকিব। তৃতীয় বলে সুনীল অ্যামব্রিসের উইকেটও পেয়ে যেতেন যদি না মুশফিক ক্যাচটি ছেড়ে দিতেন। নিজের ষষ্ঠ বলেই কার্লোস ব্রাথওয়েইটকে ফিরিয়ে দেন সাকিব। দীর্ঘদিন ইনজুরির পর বল হাতে নিজের প্রথম ওভারেই সাকিব তুলে নেন দুটি উইকেট। দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে ১ রান করলেও বল হাতে তুলে নেন আরও দুটি উইকেট। সাদা পোশাকে ৩ হাজার রান ও ২০০ উইকেটের ডাবলও হয়ে যায় সেই সঙ্গে। টেস্ট ইতিহাসের ১৪তম ক্রিকেটার হিসেবে সেটা করেন সাকিব।

টেস্ট ইতিহাসে তার আগে জ্যাক ক্যালিস, গ্যারি সোবার্স, ইমরান খান, কপিল দেব, ইয়ান বোথাম, রিচার্ড হ্যাডলি, ড্যানিয়েল ভেট্টোরি, অ্যান্ড্রু ফ্লিনটফ, শন পোলক, ক্রিস কেয়ার্ন্স, শেন ওয়ার্ন, চামিন্দা ভাস, স্টুয়ার্ট ব্রড এই কীর্তি করেছিলেন। তবে সবার আগে তা করেন সাকিবই (৫৪ ম্যাচে)। বাংলাদেশ সিরিজে লিড নেওয়ার পাশাপাশি ম্যাচটি জিতেছিল ৬৪ রানে।

বিজ্ঞাপন

সাকিবের ছবি দিয়ে হায়দ্রাবাদ গত ২২ নভেম্বর একটি স্ট্যাটাস দিয়েছিল। সেখানে লেখা ছিল, The world’s no.1 Test all-rounder is back in action. Best wishes to our man Shakib Al Hasan, as he returns from injury to lead Bangladesh at home against the Windies. এরপর ২৪ নভেম্বর বিকেলে সাকিবকে নিয়ে আরেকটি স্ট্যাটাস দেয় হায়দ্রাবাদ। সেখানে সাকিবের ছবি দিয়ে লেখা ছিল, Quickest player in history to reach the double of 3000 runs and 200 wickets. First Bangladeshi bowler to claim 200 Test wickets. Captain, leader, legend. Take a bow, Shakib Al Hasan. ২৪ নভেম্বর সন্ধ্যায় আরও একটি স্ট্যাটাস দিয়ে হায়দ্রাবাদ লিখেছিল, 1st innings: 3/43, 2nd innings: 2/30, Records tumbled as Shakib Al Hasan led Bangladesh to an emphatic 64-run victory over the Windies in the first Test match at Chittagong.

সবশেষ আজ (মঙ্গলবার, ২৭ নভেম্বর) সাকিবকে নিয়ে আরও একটি স্ট্যাটাস দিয়েছে হায়দ্রাবাদ। সেখানে লিখেছে, Shakib Al Hasan toppled some big names on his way to breaking Ian Botham’s long-standing record, becoming the fastest to reach the double of 3000 runs and 200 wickets in merely 54 Test matches. Where does he stand on your list of greatest all-rounders of all time?

দীর্ঘ সময় কলকাতা নাইট রাইডার্স ধরে রেখেছিল সাকিবকে। গত আসরের আগে সাকিবকে ছেড়ে দেয় কলকাতা। এরপর তাকে ২ কোটি রূপিতে দলে নেয় হায়দ্রাবাদ। গত আসরে ব্যাট হাতে ২৩৯ রান ও বল হাতে ১৪ উইকেট নেয়া সাকিবকে এবারও ধরে রেখেছে হায়দ্রাবাদ।

বল টেম্পারিং কাণ্ডে নিষিদ্ধ হওয়ার কারণে গত আসরে খেলতে পারেননি অস্ট্রেলিয়ান তারকা ডেভিড ওয়ার্নার। তবে এবারের আসরে হায়দ্রাবাদে সাকিবদের সতীর্থ হয়ে ফিরছেন অজি এই তারকা। সাকিব সতীর্থ হিসেবে এই আসরে আরও পাবেন বাসিল থাম্পি, ভুবনেশ্বর কুমার, দীপক হুদা, মনিষ পান্ডে, রিকি ভুই, সিদ্ধার্ত কাউল, খলিল আহমেদ, ইউসুফ পাঠান, বিল্লি স্টানলেক, কেন উইলিয়ামসন, রশিদ খান, শাহবাজ নাদিম, মোহাম্মদ নবীদের।

সারাবাংলা/এমআরপি

আইপিএল সাকিব হায়দ্রাবাদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর