Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাকিবের সঙ্গে নিজের তুলনায় বিব্রত তাইজুল


২৬ নভেম্বর ২০১৮ ১৬:৫৭

স্পেশাল করেসপন্ডেন্ট।।

আর মাত্র ৬ উইকেট দরকার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তা পেয়ে গেলেই বাংলাদেশের দ্রুততম বোলার হিসেবে টেস্টে শততম উইকেট হয়ে যাবে তাইজুল ইসলামের। তবে এমন একটা অর্জনের সামনে দাঁড়িয়েও এসব নিয়ে ভাবছেন না তাইজুল। সোমবার (২৬ নভেম্বর) মিরপুরে কথা বললেন নিজের অর্জনসহ অনেক কিছু নিয়ে।

গত তিন টেস্টে ২৫ উইকেট পেয়েছেন তাইজুল, এই বছর তার উইকেট হয়ে গেছে ৪০। বাংলাদেশের হয়ে টেস্টে ১০০ উইকেটই পেয়েছেন দু’জন, সাকিব আল হাসান ও মোহাম্মদ রফিক। এর মধ্যে সাকিব তা পেয়েছেন ২৮ টেস্টে। তাইজুল সেই রেকর্ড প্রায় নিশ্চিতভাবেই ছাড়িয়ে যেতে পারেন। তবে এসব নিয়ে ভাবছেন না এই বাঁহাতি স্পিনার, ‘এখন আমার মাথায় এত কিছু নেই। আমি ভালো বোলিং করাটাই চেষ্টা করে যাবো। প্রথম থেকে যেই চিন্তা সেটাই অ্যাপ্লাই করবো। উইকেট যদি কপালে থাকে, আসলে ভালো বল করলে উইকেট পাওয়ার চান্সটা বেশি থাকে। আমি ভালো বল করার চেষ্টাটাই করবো।’

সাকিব আল হাসানের অনুপস্থিতিতে তার শূন্যতা ভালোভাবেই পূরণ করেছেন। তবে তাইজুল বললেন, সাকিব সাকিবই, ‘আসলে আমাদের এশিয়ায় বলেন, বা বাহিরে বলেন, সাকিব ভাই এর সাথে কারো তুলনা করা যায় না। তারপরও সাকিব ভাই থাকার পরও যখন আমি উইকেট পাই, তখন অনেক ভালো লাগে। মনে হয় একদিন সাকিব ভাই এর মত হয়তো হতে পারবো না, অ্যাট লিস্ট কাছাকাছি যেতে পারবো। এমন মনে হয়, কিন্তু সাকিব ভাই সাকিভভাইই।’

কিন্তু শুধু টেস্ট খেলতে হয় বলে কি একটু আক্ষেপ আছে তার? টেস্টবিহীন সময়টা কীভাবে কাটে? তাইজুল বললেন, ‘ওই সময় আর কি করার, যদি ঘরোয়া লিগ থাকে ঘরোয়া লিগ খেলি। এছাড়া নিজের প্র্যাকটিস করি। নিজের মধ্যে চ্যালেঞ্জটা অবশ্যই থাকতে হবে। নিজে যদি মন দিয়ে কাজ না করি তাহলে আমি নিজেই পেছনে যাবো। আমি যতটুকু পারি যে নিজেকে সামনে রাখার জন্য।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এএম/এসএন

টেস্ট তাইজুল ইসলাম সাকিব আল হাসান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর