Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেম্বেলের প্রশংসায় বার্সা কোচ ভালভারদে


২৫ নভেম্বর ২০১৮ ১৫:২২

স্পোর্টস ডেস্ক ।।

শনিবার (২৪ নভেম্বর) রাতে লা লিগার ম্যাচে অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে মাঠে নেমে জয় পায়নি লিগের শীর্ষে থাকা বার্সেলোনা। তবে এই ম্যাচের শেষ মিনিটে গোল করে দলকে ড্র এনে দেন ফ্রান্স ফরোয়ার্ড উসমান দেম্বেলে। তাতেই দেম্বেলের প্রশংসা করলেন বার্সা কোচ আর্নেস্তো ভালভারদে।

ম্যাচের ৭৭ মিনিটে দিয়েগো কস্তার গোলে পিছিয়ে পড়ে বার্সা। এরপর আর্থারের বদলি হিসেবে মাঠে নামেন দেম্বেলে।

আতলেতিকোর মাঠে ১-০ গোলে পিছিয়ে থাকলেও শেষ মিনিটে বার্সার হয়ে গোল করেন দেম্বেলে। আর তাতেই হার এড়িয়ে ১-১ গোলের ড্র নিয়েই মাঠে ছেড়েছে কাতালানরা।

লা লিগার চলতি মৌসুমে এটি দেম্বেলের পঞ্চম গোল। চলতি মৌসুমে ২১ বছর বয়সী ফরাসি এই ফরোয়ার্ডের এমন পারফরম্যান্সের প্রশংসা করেন করেন বার্সা কোচ। ম্যাচ শেষে ভালভারদে বলেন, ‘ম্যাচে তার (দেম্বেলে) উপস্থিতি এবং গুরুত্বপূর্ণ গোলেই এই ফলাফল এসেছে। খেলায় তার ধারাবাহিকতা আছে।’

দলের অনেকের চেয়ে ফরাসি এই ফরোয়ার্ডকেই এগিয়ে রাখছেন বার্সা কোচ, ‘দেম্বেলের যা আছে সেটা এই দলের অনেকের মধ্যেই নেই। আত্মবিশ্বাস, একজনের বিপক্ষে আরেকজন, দুই পায়ে শট নেওয়ার ক্ষমতা ও ব্যক্তিত্ব আছে তার। ওড় মেধা বের করে আনতে সহায়তা করতে হবে।’

সারাবাংলা/এসএন

উসমান দেম্বেলে বার্সেলোনা লা লিগা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর