ইংল্যান্ডকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা অস্ট্রেলিয়ার
২৫ নভেম্বর ২০১৮ ০৮:৫২ | আপডেট: ২৫ নভেম্বর ২০১৮ ১১:৫৫
।। স্পোর্টস ডেস্ক ।।
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে শিরোপা ঘরে তুলল অস্ট্রেলিয়া।
অ্যান্টিগায় টস জিতে আগে ব্যাট করতে নেমে ১৯.৪ বলে সবকটি উইকেট হারিয়ে ১০৫ রান তোলে ইংল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে ২৯ বল হাতে রেখেই ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় অজিরা। এ নিয়ে চতুর্থবারের মতো শিরোপা জিতল অজি মেয়েরা।
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে দুই ওপেনার অ্যালেসা হিলি ২২ রান ও বেথ মুনি ১৪ রান করে আউট হলেও তৃতীয় উইকেট জুটিতে গার্ডনার (৩৩) ও ল্যানিংয়ের (২৮) ব্যাটে শিরোপা নিশ্চিত করে অজিরা।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ওপেনার ওয়াটের ৪৩ ও অধিনায়ক নাইটের ২৫ রানে ভর করে ১০৫ রান তোলে ইংলিশরা। এই দুই ব্যাটসম্যান ছাড়া আর কেউই দুই অঙ্ক ছুঁতে পারেনি।
অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন গার্ডনার।
ম্যাচসেরা হন গার্ডনার, আর সিরিজ সেরা নির্বাচিত হন অ্যালেসা হিলি।
সারাবাংলা/এসএন